আমাদের কথা খুঁজে নিন

   

চ্যাম্পিয়ন্স ট্রফি: কাদের খাবার ?



শীর্ষ ৮ দলের খেলা বলে ৯নং দল বাংলাদেশ নেই দক্ষিণ আফ্রিকায় চলমান চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এ নিয়ে এমনিতেই মন খারাপ। অথচ ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াবার নাম করে আইসিসির তৎকালীন সভাপতি জগমোহন ডালমিয়া মিনি বিশ্বকাপ নাম দিয়ে শুরু করেছিলেন এই টুর্নামেন্ট। সূচনা ঢাকাতে। অগত্যা উপমহাদেশীয় দলগুলোর মুখ চেয়েই খেলা দেখছি।

সেখানেও অবস্থা ভালো ঠেকছে না। এ পর্যন্ত শুধু পাকিস্তানই সেমিতে যেতে পেরেছে। শ্রীলঙ্কা বিদায় নিয়েছে। ভারতও যায় যায় অবস্থা। ভারতের পয়েন্ট মাত্র ১ ! আজ পাকিস্তান যদি অস্ট্রেলিয়াকে হারাতে পারে এবং ভারত যদি ওয়েস্ট ইন্ডিজকে গো-হারা হারাতে পারে তবেই অস্ট্রেলিয়াকে টপকে ভারতের সেমি-ফাইনালে যাওয়া সম্ভব।

বিষয়টা সূর্যকে পশ্চিমে উদিত করার মতো কঠিন মনে হচ্ছে। কারণ এবার ওয়েস্ট ইন্ডিজ দল যদিও মহাদুর্বল, একটি ম্যাচও জেতেনি। তারপরও তাদের গো-হারা হারিয়ে নেট রানরেট মাইনাস ১.০৮ থেকে প্লাসে এনে অস্ট্রেলিয়ার প্লাস ১ রান রেটকে টপকানো কঠিন। কারণ হারলেও ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচ পাকিস্তানকে খুব ভুগিয়েছে। দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া মাত্র ২৭৫ রান করতে পেরেছে।

যেখানে প্রথমে ব্যাট করে তিনশতাধিক রানের অনেক ইনিংস হয়েছে এবারই্। জবাবে ওরা অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিংকে পিটিয়ে ২২৫ করে ফেলেছিলো। অতএব দল দুর্বল হলেও কাজে শক্ত আছে। অন্যদিকে পাকিস্তান আনপ্রেডিকটেবল দল। মর্জি ভালো হলে অস্ট্রেলিয়াকে উড়িয়ে মেলবোর্নে পাঠিয়ে দিতে পারে।

আবার মর্জি ভালো না থাকলে হেরে ভূত হয়ে যেতে পারে। ক্রিকেট ভালোবাসি বলে এমন মজার খেলা না দেখেও থাকতে পারছি না। এখন বলুন কী আশায় বাঁধি খেলাঘর ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.