মিলানের সংগ্রহ ৭২ পয়েন্ট। চ্যাম্পিয়ন জুভেন্টাস (৮৭ পয়েন্ট) ও রানার্স আপ নাপোলি (৭৮) সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে।
চতুর্থ ফিওরেন্তিনা (৭০) ও পঞ্চম উদিনেসে (৬৬) ইউরোপের দ্বিতীয়-সেরা ক্লাব প্রতিযোগিতা ইউরোপা লিগে অংশ নেয়ার সুযোগ পাবে।
রোববার ইতালিয়ান লিগের শেষ দিনে প্রতিপক্ষের মাঠে ২৫ মিনিটে পিছিয়ে পড়া মিলান সমতা ফেরায় ৮৪ মিনিটের সময়। সিয়েনার এক ডিফেন্ডারের সঙ্গে সামান্য স্পর্শে বক্সের মধ্যে স্ট্রাইকার মারিও বালোতেল্লি পড়ে গেলে রেফারির পেনাল্টির বাঁশি বেজে ওঠে।
বালোতেল্লিই সমতা নিয়ে আসেন ম্যাচে।
তিন মিনিট পর ফরাসি ডিফেন্ডার ফিলিপ মেক্সেসের লক্ষ্যভেদে মিলানের জয় নিশ্চিত হয়।
কোনো দলই ১১ জন নিয়ে খেলা শেষ করতে পারেনি। ৬৯ মিনিটে মিলানের মিডফিল্ডার মাসিমো আমব্রোসিনি ও ৭০ মিনিটে সিয়েনার ডিফেন্ডার ক্রিস্টিয়ান তেরলিজ্জি দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠের বাইরে চলে যান।
মিলানের বিতর্কিত জয় চ্যাম্পিয়ন্স লিগে খেলার আশা শেষ করে দিয়েছে ফিওরেন্তিনার।
পেসকারার মাঠ থেকে ৫-১ গোলের বড় জয় নিয়ে ফিরলেও তাদের কোনো লাভ হয়নি।
এদিকে শেষ ম্যাচেও হার মেনেছে ইন্টার মিলান। ঘরের মাঠে উদিনেসের কাছে ৫-২ গোলে হেরেছে তারা। সর্বশেষ পাঁচ ম্যাচে এটা ইন্টারের চতুর্থ হার।
ক্যালিয়ারির মাঠ থেকে লাৎসিও ১-০ এবং এএস রোমার মাঠ থেকে নাপোলিও ২-১ গোলের হার নিয়ে ফিরেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।