আমাদের কথা খুঁজে নিন

   

আপনারা ধর্মকে জড়াচ্ছেন কেন ? কি অসত্‍ উদ্দেশ্য আপনাদের ?

রাত পোহাবার কত দেরী পান্জেরী! এখনো তোমার আসমান ভরা মেঘে সেতারা হেলাল এখনো ওঠেনি জেগে। তুমি মাস্তুলে আমি দাড় টানি ভুলে অসীম কুয়াশা জাগে শূণ্যতা ঘেরি রাত পোহাবার কত দেরী পান্জেরী! আপনি কেন দেশকে ভালোবাসেন ?আমি জানিনা আপনি কি জবাব দেবেন । আমি কেন দেশকে ভালোবাসি ? ? কারণ ,দেশপ্রেম ঈমানের অংগ । ঈমানের ৭৭টি শাখার মধ্যে এটিও অন্যতম একটি শাখা । তাই পূর্ণাঙ্গ মুসলিম হতে হলে আমার দেশকে ভালোবাসতেই হবে ।

এজন্য যারা আমার দেশের বিরোধী তাদের আমি ঘৃণা করি । সাজা চাই । সেই সাজার জন্য কেউ আন্দোলন করলে তাতে আমার বিরোধিতার কিছু নাই । তবে শাহবাগে নারী ও পুরুষের জন্য আলাদা ব্যবস্হা থাকলে বিষয়টা অনেক পরিচ্ছন্ন থাকতো ! ব্লগার খাবা বাবার মৃত্যু ও জানাজা সংক্রান্ত কথাঃ এই আন্দোলন শুরু হবার পর থেকেই নাস্তিক্যের বদলে অনলাইনে অনেকে নিজেকে আস্তিক পরিচয়টাকে ফুটিয়ে তুলছেন । আমিও মুসলিম তবে . . .এরকম কথা এখন হরদম শুনি ।

নাস্তিকরাও অনেকে নরম সুরে কথা বলছেন । সবাই আন্দোলনের স্বার্থ ভাবছেন ,এই আন্দোলনের বলি হলেন চরম ইসলাম বিদ্বেষী ব্লগার রাজীব হায়দার । তো তার জানাযার ঘোষনা কে দিলো কেন দিলো ?কে এই বিতর্কের সূত্রপাত ঘটালো !তার শ্রদ্ধার জন্য তার লাশ মঞ্চে রেখে একমিনিট নিরবতা ও ফুল দেয়া সহ এজাতীয় কার্যক্রম পালন করে আন্দোলনে নোংরামী ও ধর্মীয় টানা হেচরা না করাটাই ভালো । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.