একজন ইউনুস খান বেঁচে থাকতে চান গণ মানুষের মৌলিক চাহিদা পূরণের আন্তরিক প্রচেষ্টা এবং উদ্যেগ গ্রহণের মাঝে।
ঢাকার কম্পিউটার বাজারগুলোতে অস্বাভাবিক হারে বেড়েছে র্যামের দাম। বাজার ঘুরে দেখা গেছে বিভিন্ন ব্র্যান্ড ও মানের র্যামের দাম বেড়েছে ৫০০ থেকে এক হাজার টাকা করে। ব্যবসায়ীরাও এর সঠিক কারণ বলতে পারছেন না। অবশ্য হার্ডডিস্ক ড্রাইভের দাম ১০০ থেকে ২০০ টাকা হারে কমেছে।
গতকাল রোববার পাওয়া যন্ত্রাংশের দাম নিচে দেওয়া হলো—
প্রসেসর: ইন্টেল সেলেরন ১.৮ গি.হা. ২,৮০০ টাকা। ইন্টেল পেন্টিয়াম ডুয়েল কোর ২.৫ গি. হা. ই৫২০০ ৫,১০০ টাকা। পেন্টিয়াম ডুয়েল কোর ই ৫৩০০ ২.৬ গি.হা. ৫৩০০ টাকা কোয়াড কিউ ৮৪০০ ২.৬৬ গি.হা. ১৪০০০ টাকা। ইন্টেল কোর টু ডুয়ো ২.৮ গি.হা. ই৭৪০০ ৮,৮০০ টাকা ইন্টেল কোর টু ডুয়ো ই৭৫০০ ২.৯৩ গি হা ৯৩০০ টাকা। মাদারবোর্ড: ইন্টেল ডিএক্স ৫৮ এসও ২১,০০০ টাকা।
ইন্টেল ডিজি ৪৫আইডি ৮,৫০০ টাকা। ইন্টেল ৪১আরকিউ ৫০০০ টাকা। ইন্টেল ৪১টিওয়াই ৫,৬০০ টাকা। ইন্টেল ৪৩এনবি ৭,০০০ টাকা। আসুস জি৩১ ৩,৮০০ টাকা।
গিগাবাইট জি৩১ ৩,৮০০ টাকা। ফক্সকন জি৩১ ইন্টেল চিপ ৩,৩০০ টাকা। র্যাম: ২ গি.বা. ডিডিআর ৩ (১৩৩৩ বাস) ৩,২০০ টাকা। ১ গি.বা. ডিডিআর২ (৮০০ বাস) ১৩০০ টাকা; ২ গি.বা. (৮০০ বাস) ২৩৫০ টাকা। হার্ডডিস্ক ড্রাইভ: ১৬০ গি.বা. (৭২০০ আরপিএম) ২,৮০০ টাকা।
৩২০ গি.বা. ৩,২০০ টাকা। ৫০০ গি.বা. ৩৯০০ টাকা। ১০০০ গি.বা. ৬,৭০০ টাকা। পেনড্রাইভ: ২ গি. বা. ৫৫০ টাকা; ৪ গি.বা. ৮০০ টাকা; ৮ গি.বা. ১,৩৫০ টাকা। এলসিডি মনিটর: ফিলিপস ১৮.র্৫র্ ৮,৭০০ টাকা; ডেল ১র্৭র্ ৯,৪০০ টাকা।
স্যামসাং ১৮.র্৫র্ ৯,৫০০ টাকা। আসুস ২১.র্৫র্ ১৩,৫০০ টাকা। এইচপি ১৮.র্৫র্ ৯,১০০ টাকা। গ্রাফিক্স কার্ড: গিগাবাইট পিসিআই এক্সপ্রেস ১ গি.বা. ৯৪০০ জিটি ৪০০০ টাকা। গিগাবাইট পিসিআইএক্সপ্রেস ১ গি.বা. ৯৫০০ জিটি ৫০০০ টাকা।
স্যাকায়ার (এইচডি ৪৩৫০) এক্সপ্রেস ৫১২ মে.বা. ৩২০০, ১ গি.বা.-৪৫০০ টাকা। পিসিআই এক্সপ্রেস ৪৫৫০ এইচডি ৫১২ মে.বা. ৪৭০০ টাকা, এক্সএফএস এক্সপ্রেস ১ গি.বা জিএফ ৯৪০০ জিটি ৪,৩০০ টাকা, ৫১২ মে.বা ৩,৮০০ টাকা। ফক্সকন জিফোর্স পিসিআই ১০,৫০০ টাকা। ডিভিডি-রাইটার/রিরাইটার: সামসাং ৫২x২৪x৫২এক্স ২,২০০ টাকা এবং আসুস ৫২x৩২x৫২এক্স ২,২০০ টাকা, সনি ডিভিডি-আরডব্লিউ ২,১০০টাকা। ডিভিডি-রম ড্রাইভ: আসুস ১৮এক্স ১,৪০০ টাকা, ১,৩৫০ টাকা এবং বেনকিউ ১৬এক্স ১,৩০০ টাকা।
কমবো ড্রাইভ: সনি ১৫৫০, বেনকিউ ১,৭৫০ টাকা। কেসিং: ১,৫০০ থেকে ২,২০০ টাকা। মাউস: ১০০ থেকে ৯০০ টাকা। কি-বোর্ড: সাধারণ ২৫০ থেকে ৩৫০ টাকা। মাল্টিমিডিয়া ৬০০ টাকা।
স্পিকার: ক্রিয়েটিভ ইনস্পায়ার (৫:১) ৫,৩০০ টাকা, (৭:১) ৯৮০০; (৪:১) ৩,৯০০ টাকা, (২:১) ২,২০০ টাকা। মাইক্রোল্যাব (২:১) ১,৭০০ থেকে ১,৮০০ টাকা, (৫:১) ৪,৫০০ টাকা, ক্রিয়েটিভ এসবিএস (এ৩০০) ২,৫০০ টাকা। জিপিআরএস মডেম: আসুস পিসিএমসিআইএ ৮,৪০০ টাকা, মবিডাটা ৩৫০০ টাকা (ইউএসবি)। টিভি কার্ড: এভারমিডিয়া এক্সটারনাল ৪,০০০ টাকা ও ইন্টারনাল ২,৮০০ টাকা, রিয়ালভিউ এক্সটারনাল (এলসিডি) ২,২০০ টাকা ও গেড মি (এলসিডি) ২,২০০ টাকা। প্রিন্টার: ক্যানন পিদামা আইপি ১৯৮০ ৩,০০০ টাকা, এইচপি১৩৬০ ডেস্কজেট ২,৭০০ টাকা, লেক্সমার্ক জেট ১,৩২০ ৩,০০০ টাকা, এপসন সি৫৯ ৩,৩০০ টাকা, এইচপিসি ১০০৫, ৮৫০০ টাকা; লেক্সমার্ক ই১২০এন ৭,০০০ টাকা, ব্রাদার এইচএল ২১৪০-৭,৫০০ টাকা, এমএফসি-৭,৩৪০-২৩,৫০০ টাকা, ডিসিপি-১৬৫ সি-৬,০০০ টাকা, এমএফসি-৬৪৯০ সিডব্লিউ ৩৬,০০০ টাকা।
তথ্যসূত্রঃ
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।