আমাদের কথা খুঁজে নিন

   

কমপিউটারের কিছু শর্টকাট/ কীবোর্ড কমান্ড টিপস

সব বিষয়ে জানতে ও শিখতে আগ্রহী একজন উদার মনের মানুষ।

বিশেষ চিহ্ন লেখার কোড Alt বাটনকে চেপে রেখে উল্লেখিত সংখ্যাগুলো ডান পাশের নাম্বার কীবোর্ড থেকে চাপ দিয়ে নিম্নোক্ত বিশেষ চিহ্নগুলো সহজে লেখা যায়: Alt+0134 = † ---- ---- ---- Alt+0153 = (™) Alt+0163 = (£) --- --- ---- Alt+0169 = (©) Alt+0174 = (®) --- --- --- Alt+0176 = ° Alt+0177 = (±) --- --- ---- Alt+0178 = ² Alt+0179 = ³ --- --- ---- -- Alt+0183 = • Alt+0188 = ¼ --- --- --- - Alt+0189 = ½ Alt+0190 = ¾ --- --- --- - Alt+0151 = — Alt+0166 = ¦ --- --- --- --- Alt+0191 = ¿ Alt+0215 = × --- --- --- -- Alt+0247 = ÷ Alt+0149 = • --- ---- --- - Alt+0181 = µ Alt+0128 = € --- --- --- -- Alt+0163 = £ বি: দ্র: Alt বাটন চেপে রেখে ডান পাশের নাম্বার কীবোর্ড থেকে একটি করে সংখ্যা চাপ দিন। এবার Alt বাটন ছেড়ে দিন। সামহু ব্লগে লেখার সময় চিহ্নটি রেখে সংখ্যাটি মুচে দিন। কীবোর্ডের কাজ মাউস দিয়ে করা উইন্ডোজেও 'On Screen Keyboard' নামে একটি অপশন আছে যার মাধ্যমে আমরা ব্লগ ও কমপিউটারে অন্যান্য প্রোগ্রামে কাজ করার সময় উইন্ডোজের ভার্চুয়াল কীবোর্ড ব্যবহার করতে পারি।

কীবোর্ডের কাজ মাউস দিয়ে দিয়ে করতে চাইলে প্রথমে Start ক্লিক করে Run সিলেক্ট করুন। Open-এ তিনটি বর্ণ osk টাইপ করে OK বাটন ক্লিক করুন। স্ক্রীনে কীবোর্ড হাজির! এখন মাউস দিয়ে ক্লিক করে লিখতে থাকুন। ক্যাপিটাল লেটার লেখার সময় প্রথমে Shift কী ক্লিক করুন, এরপর বর্ণটি ক্লিক করুন। (Start > All Programs > Accessories > Accessibility > On-Screen Keyboard থেকেও অন স্ক্রীন কীবোর্ড সিলেক্ট করা যায়) Internet Explorer ও Mozilla Firefox এর শর্টকাট কমান্ড ১।

স্ক্রলের পরিবর্তে স্পেসবার ইন্টেরনেটে কোনো দীর্ঘ ডকুমেন্ট বা পেইজ পড়তে হলে আমাদেরকে মাউস দিয়ে স্ক্রল করে নিচের দিকে যেতে হয়। এর পরিবর্তে আমরা স্পেসবার ব্যবহার করে বইয়ের মত পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়তে পারি। (পৃষ্ঠা=মনিটরের পর্দায় যতটুকু দেখা যায়)। Internet Explorer or Mozilla Firefox এ প্রদর্শিত একটি পেইজের শেষ লাইনটি পড়ার পর স্পেসবার কী চাপ দিন, শেষ লাইনটি প্রথম লাইন হয়ে পেইজটির পরবর্তী অংশ প্রদর্শিত হবে। একইভাবে পেইজটির পিছন দিকে যেতে হলে shift + spacebar চাপ দিন।

২। Full screen Internet টুলবার, মেনুবার অদৃশ্য করে ইন্টারনেটের কোন পেইজকে মনিটরের পূর্ণ পর্দায় দেখতে হলে F11 কী চাপ দিন। আগের অবস্থায় ফিরে আসতে আবার F11 কী চাপ দিন। ৩। Open a link in a new window কোন লিঙ্ককে নতুন উইন্ডোতে ওপেন করতে কীবোর্ডের shift কী চেপে রেখে লিঙ্কটিতে ক্লিক করুন।

৪। ওয়েব পেইজের আংশিক প্রিন্ট ওয়েব পেইজের যে অংশটি প্রিন্ট করতে চান, তা মাউস দিয়ে highlight করুন। মাউসের পরিবর্তে কীবোর্ড দিয়েও হাইলাইট করা যায়। পেইজের অংশটি যেখান থেকে শুরু সেখানে ক্লিক করুন, shift কী চেপে রেখে অংশটি যেখানে শেষ সেখানে ক্লিক করুন। এখন মেনুবার/টুলবারে print... ক্লিক করুন।

প্রিন্টার ডায়লগ উইন্ডোতে Page Range এ Selection অপশন নির্বাচন করে OK দিন। (সব প্রোগ্রাম বা প্রিন্টারে এই অপশনটি কাজ করে না) ৫। ওয়েব পেইজে বিশেষ শব্দ বা টেক্সট খুঁজতে হলে ওয়েব পেইজে বিশেষ শব্দ বা টেক্সট খুঁজতে হলে CTRL + F কী চাপ দিন। স্ক্রীনের নিচের অংশে চার্জ বার আসবে। সেখানে শব্দ বা টেক্সটি লিখে ডান পাশের অপশন থেকে Select all ক্লিক করুন।

শব্দ বা টেক্সটি পেইজটির যেখানেই থাকুক হাইলাইট হয়ে যাবে। কাজ শেষ হলে চার্জ বারটির বাম দিকের ক্রস চিহ্নে ক্লিক করে বন্ধ করে দিন। (Internet Explorer এ চার্জ বারের পরিবর্তে ডায়লগ বক্স আসবে) ৬। ওয়েব পেইজকে বড় করে দেখুন কোন ওয়েব পেইজেকে বড় আকারে (zoom in) দেখতে হলে CTRL কী চেপে রেখে + কী চাপ দিন। প্রতি চাপে ধাপে ধাপে পেইজের আকার বড় হবে।

অরজিনাল সাইজে ফিরে যেতে CTRL কী চেপে রেখে 0 (জিরো) কী চাপ দিন। (Mozilla Firefox only!) ৭। নেভিগেশন শর্টকাট Go to home page --- --- ALT+HOME Go backward --- --- --- - ALT+LEFT (তীর চিহ্ন) Go forward --- --- --- ----- ALT+RIGHT(তীর চিহ্ন) Refresh page --- --- --- -- F5 Stop downloading page ESC Open Favorites --- --- -- CTRL+I Open History --- --- --- --CTRL+H Open search results in new tab ALT+ENTER উইন্ডোজ প্রোগ্রামের শর্টকাট কমান্ড Ctrl বাটনকে চেপে রেখে উল্লেখিত কী চাপ দিয়ে নিম্নোক্ত কাজগুলো সহজে করা যায়: FILE Ctrl + S = Save Ctrl + N = New Document Ctrl + O = Open Existing Document Ctrl + P = Print Ctrl + W = Close PARAGRAPH ALIGNMENT Ctrl + L = Left Aligned Ctrl + R = Right Aligned Ctrl + E = Center Aligned Ctrl + J = Justified LINE SPACING Ctrl + 1 = Single Line Spacing Ctrl + 2 = Double Line Spacing Ctrl + 5 = 1½ Line Spacing Font Styles (with text selected) Ctrl + B = Bold Ctrl + I = Italic Ctrl + U = Underlined. Page Scrolling Ctrl + Home = Top of Document Ctrl + End = Bottom of Document Ctrl + Page Up = Top of Page Ctrl + Page Down = Bottom of Page EDIT Ctrl + A = Select All Ctrl + X = Cut Ctrl + C = Copy Ctrl + V = Paste Ctrl + F = Find Ctrl + H = Find & Replace Ctrl + Z = Undo Ctrl + Y = Redo

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.