আমাদের কথা খুঁজে নিন

   

রাজীব হায়দারকে (থাবা বাবা) নিয়ে লেখা কিছু ফেসবুক স্ট্যাটাস।

# গতকাল ব্লগার, সহযোদ্ধা @[724535829: থাবা বাবা] (রাজীব হায়দার)কে জবাই করে হত্যা করে বাড়ি সামনে ফেলে রেখে গেছে জামাত-শিবির। হত্যার কিছু তথ্য-প্রমান মিলেছে আমার সোনারবাংলা ব্লগের কিছু পোষ্টে। কোনোদিন চাইনি আইনের বাইরে কারো বিচার হোক, এক মানুষের হাতে আরেকজন আহত হোক। লেখার জবাব লেখা দিয়ে না দিতে পেরে যারা অস্ত্রকে বেছে নেয় তাদের মত কীটের সাথে আর কম্প্রোমাইজ না। রক্তের হিসাব এবার রক্ত দিয়ে বুঝে নেবার পালা।

লক্ষ মানুষের শাহবাগে মৌন সংহতি প্রকাশের দিন শেষ। লিফটম্যান জাফরের পর এই যুদ্ধে দ্বিতীয় শহীদের নাম রাজীব হায়দার। কাউন্টডাউন শুরু হয়েছে। আগামীকাল আমি-আপনি চোরাগোপ্তা হামলায় খুন হবো না, এ নিশ্চয়তা কে দেবে? # মহাত্মা গান্ধির মত অসহিংস আন্দোলন না করে, মৌন সংহতি প্রকাশ না করে আজকেই শাহবাগের সব মানুষকে নিয়ে ঢাকার যত জামাত-শিবিরের প্রতিষ্ঠান আছে সব ভাঙা শুরু হোক, রাজীব হায়দারের খুনের বিচার হোক গোটা দশেক জামাত-শিবিরের নেতাকে গনপিটুনি দিয়ে মেরে। নিশ্চিত বলছি, আর কোনো সহযোদ্ধা ব্লগারকে একটা পাপড়ির টোকা দিতেও তখন দু'বার ভাববে জামাত-শিবির।

সরকারকে জামাত-শিবির নিষিদ্ধের জন্য আজই সময় বেঁধে দিতে হবে। আর আইন আদালত না, @[724535829: থাবা বাবা] হত্যার বিচার হোক গন মানুষের আদালতে। # নাস্তিক শব্দটা দিয়ে যদি মানুষ বিবেচনা করেন তার মানে আপনি আপনার ধর্ম ছাড়া বাকি সব ধর্মের প্রতি অসহিষ্ণু, এ কথাটা বলে দিতে হয় না। একজন নাস্তিক, যে আপনার ধর্ম মানে না আর একজন অন্য ধর্মাবলম্বী, সেও আপনার ধর্ম মানে না; দু'জনের মাঝে খুব বেশি পার্থক্য আছে বলে মনে করি না। মনে করেন, এক বৌদ্ধ ধর্মাবলম্বী যদি বলে রাজীব হায়দার গৌতম বুদ্ধকে স্বীকার করেনি তাই মুসলিম হোক আর নাস্তিক হোক তার হত্যার বিচার চাইলেও লোকটাকে আমি ঘৃণা করি।

মানুষকে যারা এরকম ধর্মের ভিত্তিতে শ্রেণীবিভাগ করেণ তারা দয়া করে আমাকে আনফ্রেন্ড করে ভাগেন। আমি অন্য পরিবেশে মানুষ। আমার প্রচন্ড রকমের ধার্মিক মা-বাপি আমাকে অসংখ্যবার বলেছে, 'রণি, আগে যথেষ্ট মানবিক গুনসম্পন্ন মানুষ হতে হবে, তারপর ধর্ম'। ধর্ম নিয়ে আমার একবিন্দু অ্যালার্জি না থাকলেও যারা সামান্য মানবিকতার আগে ধর্মকে টেনে আনে, রাজীব হায়দার নাস্তিক বা আস্তিক তার পার্থক্য করে মৃত্যুর সাথে সাথেই তার জানাজা বৈধ হবে নাকি হবে না তার হিশেব করতে বসে, তাদের নিয়ে আমার যথেষ্টই অ্যালার্জি আছে। # আস্তিক না ওরা নাস্তিক? ওই জিজ্ঞাসে কোন জন? কান্ডারী! বল ডুবিছে মানুষ, সন্তান মোর মা'র! # কার জানাজা বৈধ হবে? খুন-গনহত্যা-ধর্ষণকারী ধার্মিক আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী অথবা গোলাম আজমের? নাকি দেশের জন্য আন্দোলন করা নাস্তিক @[724535829: থাবা বাবা]র? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.