সবাইকে সাথে নিয়ে এগুতে চাই।
আওয়ামী লীগে আরো ভারসাম্যহীন সদস্য থাকতে পারে
আওয়ামী লীগ সেনা সমর্থিত অবৈধ তত্ত্বাবধায়ক সরকারের সঙ্গে আঁতাতের মাধ্যমে ক্ষমতায় এসেছে বিষয়টি জনগণের কাছে প্রকাশ হয়ে পড়ায় তা আড়াল করতেই আব্দুল জলিলকে মানসিক ভারসাম্যহীন হিসেবে চিহ্নিত করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বাসতব ও তাই। তিনি বলেছেন, একজন মানসিক ভারসাম্যহীন লোককে আওয়ামী লীগ কীভাবে মনোনয়ন দিল, কীভাবে তার সংসদ সদস্য পদ বহাল থাকে? তিনি আরো বলেন, তারা জলিলকে আবার দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবেই বা মনোনয়নই দেয় কীভাবে? তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, ওই দলে আরো মানসিক ভারসাম্যহীন সদস্য থাকতে পারে।
গতকাল দুপুরে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। খোন্দকার দেলোয়ার বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নির্বাচনের যোগ্য হতে পারে না।
দেলোয়ার বলেন, দলের কার্যনির্বাহি কমিটি কি সিদ্ধান্ত নিয়েছে, তা তাদের নিজস্ব বিষয়। কিন্তু বিষয়টি নিয়ে জনগণের মাঝে সন্দেহের সৃষ্টি হয়েছে। এ সিদ্ধান্তের মূল্যায়ন এবং বিচার জনগণই করবে। তিনি বলেন, আব্দুল জলিল জেল খেটেছেন। শেখ সেলিম ও মহিউদ্দিন খান আলমগীরসহ তার আরো সহকর্মীও জেল খেটেছেন।
কারামুক্ত হয়ে তারাও অনেক কথা বলেছেন। তাদের কথা সত্য হলে জলিলের কথা সত্য হবে না কেন?
সরকারের সমালোচনা করে দেলোয়ার বলেন, সরকার নির্বাচনি কোনো ওয়াদাই পূরণ করেনি। তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখল, বিরোধীদলের নেতাকর্মীদের ওপর নির্যাতন, মামলা নিয়ে ব্যস্ত। ব্যর্থ সরকার চায় না বিরোধী দল সংসদে যাক। তাই তারা বিএনপির ন্যায্য দাবি উপেক্ষা করে সংসদে যাওয়ার পথ বন্ধ করেছে।
সরকারের বিরুদ্ধে এখনি আন্দোলন কিনা জানতে চাইলে তিনি বলেন, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যা কিছু করার দরকার, সবই করবে বিএনপি। দেশের স্বার্থরক্ষায় যেকোনো দলের কর্মসূচির প্রতি নৈতিক সমর্থন থাকবে। সম্মিলিতভাবে আন্দোলনও হবে।
এক প্রশ্নের জবাবে দেলোয়ার বলেন, সরকার পিলখানা হত্যাকাণ্ডের বিচার চায় না। তাদের আমলে এত বড় একটি ঘটনা ঘটলেও এখন পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরু হয়নি।
কারণ এ ষড়যন্ত্রের পেছনে তাদের লোকজন জড়িত। তাদেরকে আড়াল করতেই তদন্তের নামে প্রহসন করছে। এ সময় গয়েশ^র চন্দ্র রায়, রিজভী আহমেদ, মোয়াজ্জেম হোসেন আলাল, শিরিন সুলতানা, রেহানা আক্তার রানু, নিলুফার চৌধুরী মণি, সুলতান সালাহউদ্দিন টুকু উপস্থিত ছিলেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।