বাবা-মা হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ঐশী রহমানকে কোনাবাড়ীর কিশোরী উন্নয়ন কেন্দ্র থেকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। আজ শনিবার সকাল ১০টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার ঐশীর জন্মসনদ আদালতে দাখিল করার পর ঢাকা মহানগর হাকিম আনোয়ার ছাদাত এ নির্দেশ দেন। এর প্রেক্ষিতেই ঐশীকে সকাল ১০টার দিকে ঢাকার কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।