আমাদের কথা খুঁজে নিন

   

জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ-এর ১ম কেন্দ্রীয় সম্মেলন

আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে।

আগামী ২৩ এপ্রিল ২০১০ জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ-এর ১ম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা এমন এক সময়ে জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ-এর প্রথম কেন্দ্রীয় সম্মেলনে করতে যাচ্ছি যখন আন্তর্জাতিক ক্ষেত্রে সাম্রাজ্যবাদ ও প্রতিক্রিয়াশীলরা গভীর সংকটে নিমজ্জিত। যখন বিশ্বব্যাপী নিপীড়িত জাতি ও জনগণের সংগ্রাম, বিপ্লবী সংগ্রামে নতুন অগ্রগতি ঘটছে। ০৭ নভেম্বর ২০০৮ এ প্রতিষ্ঠার পর থেকেই জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ এদেশে সাম্রাজ্যবাদী-সম্প্রসারণবাদী নীলনকশা বাস্তবায়ন প্রতিহত করার জন্য আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছে।

অন্য সংগঠনগুলো যেখানে জনগণের সামনে সঠিক রাজনৈতিক দিশা হাজির করার পরিবর্তে সেই একই বিদেশী প্রভুদের কর্তৃত্বাধীনে বুর্জোয়া নির্বাচনের কানা-গলিতে নিজেরা এবং জনগণকে ঘুরপাক খাওয়াচ্ছে। এমতাবস্থায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা আমাদের সীমিত সামর্থ্য দিয়েই জনগণের মধ্যে সাম্রাজ্যবাদী-সম্প্রসারণবাদী নীলনকশা প্রতিহত করার আহ্বান জানিয়ে আসছি। একইভাবে, সম্প্রতি গণবিরোধী হাসিনা-মনমোহন চুক্তি প্রতিহত করার লক্ষ্যে আন্দোলন করে আসছি। এই লক্ষ্যে আমরা “মার্কিনসহ সাম্রাজ্যবাদ, ভারত ও তাদের দালাল শাসক শ্রেণীর শাসন উচ্ছেদ করে শ্রমিক-কৃষক-জনগণের গণতান্ত্রিক সরকার, সংবিধান ও রাষ্ট্র প্রতিষ্ঠা কর” এই রণনৈতিক স্লোগান এবং “সরকারের ফ্যাসিবাদী শাসন এবং মার্কিন সাম্রাজ্যবাদ ও ভারতের তাঁবেদারি রুখে দাঁড়ান” এই রণকৌশলগত স্লোগানের অধীনে জাতীয় মুক্তি কাউন্সিল এবং নয়া গণতান্ত্রিক গণমোর্চা-র সাথে ঐক্যবদ্ধভাবে আন্দোলন-সংগ্রাম করে আসছি। সংগঠন গড়ে তোলার অভিজ্ঞতায় আমরা সমৃদ্ধ হয়েছি।

এরই ধারাবাহিকতায় আজ আমাদের রাজনৈতিক ও সাংগঠনিক নীতি ও পরিকল্পনা এবং তা বাস্তবায়নের অভিজ্ঞতার মূল্যায়ন প্রয়োজন। প্রয়োজন আগামী দিনের সম্ভাবনাকে কাজে লাগাবার স্বার্থে বর্তমান করণীয় নির্ধারণ করা। এ লক্ষ্যেই আমরা সম্মেলনে মিলিত হতে যাচ্ছি। উক্ত সম্মেলনে আপনার উপস্থিতি এবং পরামর্শ-মতামত এদেশের জাতীয় গণতান্ত্রিক বিপ্লবকে আরো অগ্রসর করবে। অনুষ্ঠান সূচী: ২৩ এপ্রিল, ২০১০ প্রগতি সম্মেলন কক্ষ, মুক্তি ভবন, পুরানা পল্টন, ঢাকা।

উদ্বোধনী সেশন: সকাল ১০ টা উদ্বোধক: কমরেড বদরুদ্দীন উমর। এদেশের জনগণের মুক্তি ও জাতীয় গণতন্ত্রের সংগ্রামকে বেগবান করুন। জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ যোগাযোগ: ০১৭১২৬৭০১০৯,

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.