দলের উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বুধবার এই তথ্য জানানো হয়।
জাবেদ তার বাবার আসন চট্টগ্রামের আনোয়ারা থেকে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বাবু গত বছর মারা যাওয়ার পর ওই আসনে উপনির্বাচন হয়।
ব্যবসায়ী বাবুর ছেলে জাবেদ চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি।
তার বাবা চট্টগ্রামের শিল্পোদ্যোক্তাদের এই প্রধান সংগঠনের সভাপতি ছিলেন। তিনি দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়েরও সভাপতি ছিলেন।
বাবার মৃত্যুর পর জাবেদ আরামিট গ্রুপের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকেরও পরিচালক তিনি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।