আমাদের কথা খুঁজে নিন

   

আমার সালাম করতে চাওয়া.... আর বেরসিক আংকেলের পলায়ন......

আনাড়ী রন্ধন শিল্পীর ব্লগ B-)। ব্লগের বাজে-মানহীন লেখাগুলোর মাস্টার পিস দেখতে চাইলে এই ব্লগারের পোষ্ট গুলো পড়ে দেখতে পারেন। কথা দিচ্ছি, নিরাশ হবেন না। B-)

ঘটনাটা গত কোরবানীর ঈদের পরের। ঢাকায় ঈদ করেছি।

কোরবানীর ঈদই থাকে তিন দিন তার পরে ঈদের আমেজ ত আছেই বিশেষ করে ঢাকায়। ঈদের চার পাঁচ দিন পরে সকাল বেলা আম্মার সাথে হাটতে বের হয়েছি। ব্রডগেজ লাইন বসানোর পরে রেললাইনের আশেপাশে একটু ঠিকঠাক করেছে। রেল গেটের দুই পাশে বেশ ঢালু করেছে। ত ওঠার সময় উঠেছি বেশ ভালই নামার সময় কষ্ট করে আর নামা লাগে নাই মানে স্লিপকেটে পড়েগেসি।

পড়ে ত গেসি ঠিক এমন সময় দেওয়ালের অপর পাশ থেকে এক লোক এসে পড়েছে। দেখেই বোঝা যাচ্ছিল উনিও হাটতে বের হয়েছে। টাইমিংটা এত সুন্দর যে ওনার আসা আর আমার পড়া এক্কেবারে এক সাথে। লোকটা কিছুটা ভ্যাবাচাকা খেয়েগেছে। তবে পরমূহূর্তেই সামলে নিয়ে চলে গেছেন।

মানির মান আল্লাহ ই রাখে। রাস্তা বেশ নিরব ছিল, আর আমি উঠেই তাড়াতাড়ি হাটা দিলাম। ব্যাথার চেয়ে --------টাই বেশী পাইসি। আম্মা ত আমাকে জিজ্ঞেস করছে ব্যাথা ত পাইছিস কই পাইছিস ঠিক করে বল। আমি হাসতে হাসতে বললাম আরে রাখ তোমার ব্যাথা।

আমি আছি আমার দুঃখে ঈদের আমেজ এখন ও আছে ভাবলাম আংকেল কে একটু সালাম করব তাহলে সালামী পেতাম আর আংকেল বেরসিকের মত পলায়ন করল....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.