সকল মৌলিক লেখার সত্ত্ব লেখকের ।
তেমন ব্যাথার হয় কি কভু ক্ষয়
সকল কিছু মুছে দেয়ার শেষে
অনেক কিছু তবু পড়ে থাকে
অতল অথৈ গহীন বুকের দেশে
অনেক কিছু জমাট বেঁধে রাখে
কালের নদীর ঢেউ এর পরে ঢেউ
অনেক বেদন ধুতে পারে, তবে
এমন অনেক ব্যাথা জমে, কেউ
যতন করেও ভুলতে পারে কবে
সকল খেলার অন্ত যেদিন হবে
জীবন প্রদীপ অস্ত যাবে, তবু
জীবন ভরে বয়ে চলা নিরবে
তেমন ব্যাথার ক্ষয় হয়না কভু
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।