আমাদের কথা খুঁজে নিন

   

যেমন কর্ম তেমন ফল !!!

ব্যাঙ ও ইদুর ঈশপের গল্প হতে আনেক দিন আগে, এক বনে বাস করত এক ব্যাঙ ও এক ইদুর । ব্যাঙ ও ইদুরের খুব ভাব, এক সাথে খায় দায়, খেলা করে । একদিন ব্যাঙের মাথায় দুষ্টুবুদ্ধি এলো, ইদুরের এক পায়ের সাথে তার এক পা বাধলো । এরপর খেলতে খেলতে পুকুর পাড়ে চলে এলো এবং দিল এক লাফ । পানিতে পড়ে তার সেখি মজা - কোয়াক কোয়াক ডাক জুড়ে দিল ব্যাঙ । আর এদিকে ইদুর নাকানী চুবানী খেতে খেতে এক সময় মারাই গেল । যথা সময়ে ইদুরের মরা দেহ ফুলে ভেসে উঠলো পানির উপরে, বাদ বাকি এখানে  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।