আমাদের কথা খুঁজে নিন

   

সংক্ষিপ্ত সংলাপ - ৯৯ (হয়ত আমি তেমন কেউ নই , বাই)

সুখীমানুষ

সংক্ষিপ্ত সংলাপ - ৯৮ (না মানে ইয়ে, উল্টো হলে ভালো হতো ) সবকয়টি সংক্ষিপ্ত সংলাপ PDF আকারে নামিয়ে নিন : সপ্তী, রাগ করলাম, বুঝতেই পারলি না : করেছিলি নাকি? : ধারণা ছিলো, আমাকে বুঝিস আমার চেয়ে বেশি : ভেঙ্গেছে! : দিনেদিনে রূঢ় হয়ে যাচ্ছিস : অনু, তোর কম্প্লেক্সিটি বাড়ছে : আজ শাড়ী পড়েছিলি বাসায় : হুমম সাতটায় আসবি বলে নয়টায়ও দেখা নেই : জামজট পার হয়ে যখন দড়জায় : (চুপ) : ফোনে বল্লি খুলে ফেলেছিস্ , ফিরে এলাম। : আমি দু'ঘন্টা অপেক্ষা করেছি : তোর অপেক্ষা ঘড়ি ধরে! আমিতো করি আজীবন : তবে কি বলছিস্ ভালোবাসায় কমতি আমার! : নাহ্ আমিই বরং অহর্নিশী ভালবাসি : এ তোর বারাবারি : আর করবোনা : মানে কি? : ভালোবেসে একদিন নাম দিয়েছিলাম সপ্তী : (চুপ) : সাত থেকে সপ্ত, সপ্ত থেকে সপ্তী : (চুপ) : মেয়েদের ছয়টা সেন্স এট এ টাইম কাজ করে : হুম.. আমার একটা বেশি, তাই আমি সপ্তী : (চুপ) : আমি বয়ে বেড়াচ্ছি আমার এ নাম মনেমনে : আর বয়ে বেড়াতে হবে না , মুক্ত করে দিলাম : (চুপ) : একটা অতিরিক্ত সেন্স নিয়েও ইদানিং.. : (চুপ) : বড় অবহেলা হানছিস পাষাণের মত : অনু! : ভালোবাসায় অবহেলিত হওয়া মানে শত মরণ : আমার কিছু করার নাই অনু : হয়ত আমি তেমন কেউ নই , বাই। : (চুপ) : (চুপ) ১-১২-০৮, ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।