আমাদের কথা খুঁজে নিন

   

স্যালুট এটিএম শামসুল হুদা, সাবাস!



সিইসি এটিএম শামসুল হুদাকে আমার আগে থেকেই জটিল লাগে। এর আগেও তাকে নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম। একটু আগে খবরে দেখলাম আবার তিনি 'বুলস আই' টাইপের একটা ডায়ালগ দিয়েছেন। তিনি বলেছেন, " বাংলাদেশে নানা রকম লোক রয়েছে তারা নানা রকম মুখরোচক কথা বলে। তাদের কথায় কান দিয়ে কোন লাভ নাই।

অনেক লোক, অনেক কথা। " আবার বলেছেন," আমাদের কাজ হল সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করা। নির্বাচন নিয়ে কারও যদি তথ্যপ্রমাণসহ কোন অভিযোগ থাকে তাহলে তা খতিয়ে দেখা আমাদের দায়িত্ব। তবে রাজনীতিতে কোথায় কোন মেরুকরণ হল, কার সাথে কার আন্ডারস্ট্যাবিং হল, আঁতাত হল সেগুলো বোঝার বিদ্যা-বুদ্ধি আমাদের নাই। তা আমাদের কাজও নয়।

" সাবাস! শামসুল হুদা, সাবাস। তালিয়া। জটিল ডায়ালগ। রাজনীতিবিদদের এরকম খোঁচা আর কেউ মারতে পারে নাই। শামসুল হুদা অলটাইম হিট।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।