আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগার থাবা_বাবা কে নিয়ে যত গুলো ফেসবুক স্টেটাস এর সাথে সহমত পোষন করেছি

বিধাতা দেয়নি ভিখারী জাতিকে বাছাইয়ের কোনো ক্ষমতা। ১। টিভিতে দেখলাম 'থাবা বাবা' নামে একজন ব্লগার খুন হয়েছেন । তার সম্পর্কে জানতে ফেসবুকে খোজ খবর করতেই এই লিংক পেলাম। একজন ব্লগার এরকম কুৎসিত ভাষায় লিখতে পারে ? ধর্ম বিশ্বাস আমার নাই থাকতে পারে।

তাই বলে অন্য ধর্মের প্রচারকদের নিয়ে এরকম অশ্লীল ভাষায় লেখাটা কি ঠিক? এটা যদি হয় মুক্ত চিন্তা, তবে এরকম মুক্তচিন্তা কে ঘৃনা জানাই। আর সেই সাথে ঘৃনা জানাই তাকে যারা খুন করেছে তাদের প্রতি। কারন,মানুষ হত্যাকেও কোন ধর্ম সমর্থন করেনা। লিখেছেন : হাসান মাসুদ ২। আহমেদ রাজীব হায়দার একজন নাস্তিক ছিলেন।

নাস্তিক হইলে যে খুন করতে হবে, এমন কোন কথা নেই। একজন নাস্তিক হত্যা করার মত ব্যাপার থাকলে শুরু তেই মক্কার সকল মানুষ যারা ইসলাম এর বিপক্ষে ছিল। তাদের সবাইকে মোহাম্মদ (স) হত্যা করে ফেলতেন। তিনি তখনই শক্তি প্রয়োগ করতেন যখন এর বিকল্প থাকত না। অনেক ছাগু আছে যারা, নাস্তিক মরেছে বলে আনন্দ প্রকাশ করেছেন।

কিন্তু এই লোকটি যদি একটি সময় তার ভুল পথ থেকে সরে আসত, তার মেধা দেশের কাজে লাগত। তাতে কে উপকৃত হত? আল্লাহ ত সবাইকে তার বিধান দিয়ে দিয়েছে। এখন কে মানবে; মানবে নাহ এইটা তার নিজের উপর বর্তায়। আল্লাহ যখন কাউকে শাস্তি দেন কিংবা মৃত্যু দেন তা নির্ধারিত সময়ে দিয়ে থাকেন। কাউকে হত্যা করে ইসলাম রক্ষা করার ইমানী দায়িত্ব আল্লাহ কাউকে দেন নি।

লিখেছেন ঃ অন্নয় খান ৩। আচ্ছা আমার একটা প্রশ্ন আছে- রাজীব হায়দার কি কখনও বলে যান নাই তার জানাজার দরকার নাই? সে তো চরম ভাবে একজন নাস্তিক (নাকি এন্টি ইসলামিক!)। তার এতো শৌর্য বীর্য কোথায় গেল? তার সহযোগী কোন নাস্তিক ও কি এই জানাজা নামক "হাস্যকর" বস্তু থেকে তাকে ঠেকাবে না? তার জানাজা হওয়ার কোন মানেই নাই। যে লোক মুহাম্মদ কে ব্যাংগ করে যে লোক ইসলাম কে ব্যাঙ্গ করে তার কেন জানাজা হবে? আসলে বাঙ্গালী নাস্তিকতার মানে কতটা বোঝে তা নিয়ে আমার সন্দেহ আছে। ইসলামে যেমন উগ্রবাদি আছে যেমন এইখানে তা বিদ্যমান।

উগ্রবাদি নাস্তিকতার নিয়মে কি তার সৎকার করা সম্ভব নয়? আপনি নাস্তিক হইতেই পারেন, তা আপনার স্বাধীনতা। কিন্তু আপনি আরেক জনের ধরমানুভুতিতে আঘাত হানতে পারেন না। এ অধিকার আপনার নাই। নাস্তিকতা চর্চা করুন নাস্তিকদের সাথে। আপনি আপনার ধর্ম পালন করুন, আরেক ধর্মে যা আছে তা ভালো না লাগলে তাকে আধাত করতে হবে? তাহলে জামাত শিবির আর আপনার মধ্যে পার্থক্য কই থাকলো? ধর্ম ভিত্তিক রাজনীতি বন্ধ করতে হলে নাস্তিকতা পুজি করে রাজনীতিও বন্ধ করা হোক! তা অবশ্য পরে দেখা যাবে, আগে জামাত শিবিরকে নিশিদ্ধ ঘোষণা করা হোক।

তার মৃত্যুতে গভির শোক প্রকাশ করছি। এভাবে চলে যাওয়া কখনই কাম্য নয়। তার রক্তের বিনিময়ে অন্তত তার শেষ চাওয়া রাজাকার দের ফাসি কার্যকর হোক। যারা এমন কর্ম ঘটাল তাদের ধরে শাহবাগ মড়ে ছেড়ে দেয়ার আহ্বান জানাচ্ছি। আমার ধর্ম অনুযায়ী তার আত্মার মাগফেরাত কামনা করছি।

আল্লাহ তাকে ক্ষমা করে দিন। আন্দোলন চলছে, আন্দোলন চলবে, ইনশাল্লাহ জয় আমাদেরই হবে লিখেছেন ঃ জাতি (ফেইসবুক পেজ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.