অবিরাম ছুটে চলা অসমভবের পিছনে.....
শিরোনাম দেখেই আসলে বুঝা যায় আমি কি বলতে চাচ্ছি। এটা শুধু আমার ভাবনা নয়, আরো অনেকেরই ভাবনা। এবং সেই ভাবনা গুলা ব্লগ এ লেখাও হয়েছে বহুবার।
তবে এই ঈদে আমি এই সত্য টা আবার উপলব্ধি করলাম যে গ্রামীণ ছাড়া আসলে কোনো উপায় ও নাই। আমার বাসায় আমি ছাড়া বাকিরা বাংলালিংক, টেলিটক এসব সিম ব্যবহার করে।
প্রতিবারের মত এবারো তাদের অভিজ্ঞতা খুব বেশি ভাল না। ঈদ এর আগের দিন থেকেই তারা চেষটা করেছেন তাদের প্রিয়জনদের এর সাথে যোগাযোগ করার, এসএমএস দেয়ার। তবে কতবার এর চেষ্টায় যে তাদের উদ্দেশ্য সফল হয়েছে তা না হয় নাই বললাম। আমি নিজেও বহুবার একটেল এ আমার বন্ধুদের ফোন করতে চেয়েও পারিনাই।
সেখানে আমার দিন টা ভালই গিয়েছে।
অন্তত আমি আমার সজন দের কাছেতো থাকতে পেরেছিলাম। ঈদ এর দিনে তো আর আমাকে আফসোস করতে হয়নি বারবার !!!
এভাবেই ৭ বছর ধরে গ্রামীন এর বিজনেস কে গালি দিযে যাচ্ছি। কিন্তু ছাড়তেও যে পারিনা............
(একান্তই ব্যক্তগত মত। অনেক গ্রামীণ গ্রাহক ও যে সেদিন অসুবিধায় ছিলেন এটা আমি জানি। )
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।