আমাদের কথা খুঁজে নিন

   

রাজহাঁস হওয়া যেত যদি!!

নির্জনতাই সবচেয়ে ভালো সঙ্গী ... প্রতিদিন নির্জনতার হাত ধরে ঘুরে আসি পৃথিবীর এপাশ ওপাশ ...

দেব দেবীর কখনোই খূব ভক্ত ছিলাম না, মা বাবাও কখনো জোর দেন নি। কিন্তু হঠাৎ এবার হরিদার পাশে দাঁড়িয়ে হাতের স্পর্শে দূর্গার পাশে স্বরস্বতীর অবয়ব গড়ে উঠতে দেখে মনে হল দেবীর কৃপা খানিকটা পেলে মন্দ হতো না। দেবীকে স্মরণ করিনা এমনতো না, প্রতি পরীক্ষার সময় সব যুক্তিতক্কো ভুলে গিয়ে তেনার তোয়াজ করতে আর মনরক্ষা করতেই জান যায়। কিন্তু মাঝে মাঝে মনে হয় স্বরস্বতী যদি তাঁর বীণার সাথে সাথে কলমটাও আমার হাতে তুলে দিতেন তবে কতই না ভালো হতো। গান গাইতে মন্দ লাগে না, লোকে বলে ভালোই নাকি গাই - কিন্তু আমি চাই লিখতে। মা বলেন দুটো সাধনা নাকি একাথে হয় না। কে জানে হয়তো সত্য, কিন্তু বই পায়ের নিচে রাখা স্বরস্বতীর রাজহাঁস হয়েও যদি তাঁর সান্নিধ্যে আসা যেতো তবে হয়তো লেখনীর গুণটা পেতাম। আর যতদিন তা না পাচ্ছি ততদিন ব্লগে সবাইকে হাবিজাবি লেখা দিয়ে বিরক্ত করে যাবো। আশা করি বেশি গালাগালি করবেন না কেউ!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।