আমাদের কথা খুঁজে নিন

   

রাজহাঁস

masud_khan@yahoo.com

চুপে চুপে পাঁকে নেমে হরদম খাও হে পঙ্কজ পালকে লাগে না তবু কর্দম একটুও! ডানা ঝেড়ে পাঁক থেকে উঠে সোজা যাও সরোবরে। জলের উপরিতলে ভাসো আধো-জাগা আধেক-নীরব নিদ্রাকুসুমের দেশে ভেসে বেড়াও নির্ভার তোমার ওপর নাই জগতের ভার, ওরে ভীরু ওরে সুখী ওহে স্বচ্ছ সাঁতারবিলাস দুধের জলীয়ভাগ ফেলে শুষে নাও দুগ্ধসার দ্রবণের থেকে দ্রাব্য-দ্রাবক আলাদা করে নিয়ে তবে করো হে আহার। রে হংস, পরমহংস ওহে হংসলীলা যেইদিন করো সংবরণ পরিহাসরূপে দেখা দেয় জগতের যত ডিগবাজি ডুবসাঁতার, বিবিধ সন্তরণ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।