চলে যেতে যেতে বলে যাওয়া কিছু কথা
ঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈঈদ মোবারক।
সবাইকে ঈদের বৃষ্টিভেজা শূভেচ্ছা। ঢাকায় আছি, সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল। শেষপর্যন্ত থামল।
এবার আমার সব ভায়েরা দেশে গেছে ঈদ করতে, আমি একলা পড়ে গেলাম। আমার ছেলে মাহি(৮)আর রাহি(৫)কে নিয়ে কোথায় বেড়াত যাব ভাবছি।
ওয়ান্ডার ল্যান্ড কিংবা বসুন্ধরা সিটি খোলা আছে কি আজ?
বাসাবোতে (আগমন সিনেমা হলের পেছনের ইষ্টার্নিং হাউজিং প্রজেক্টে) থাকি আমি, কাছে কেউ থাকলে বেড়াতে আসবেন গরীবের ঘরে।
আবারো ঈদ মোবারক।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।