বৃষ্টি মানেই পদ্ম ফোটা ভোর ।
ভোর বেলাতেই টাপুর টুপুর টাপুর টুপুর . . . . .
বৃষ্টি মানেই তোমার সাথে অামার দেখা-
ভর দুপুরে ছাতা-মাথায় ঠুকি-ঠোকা;
-উহ্
-sorry
-its ok
- you can come with me....
বৃষ্টি মানেই শরষে মাখা মুড়ি,
খুনসুটিতে ভেঙ্গে পড়া রিনিকঝিনিক চুড়ি ।
বৃষ্টি মানেই বুকের মাঝে ভীষণ অান্দোলন ;
প্রথম ছোঁয়ায় বয়ে যাওয়া প্রথম শীহরন ।
বৃষ্টি মানেই,পদ্মকলির না ফোটা ভোর
ভোরবেলাতেই টাপুর টুপুর টাপুর টুপুর . . . .
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।