আমাদের কথা খুঁজে নিন

   

সুখ পদ্ম

-----------------------------------

সুখ পদ্ম জলে ভাসে
মনে ভাসো তুমি
হৃদয় আমার ঝিনুক মুক্তো
হিরের চেয়ে দামী ,

ভাসছে আমার হৃদয় ওগো
তোমার রূপের বানে
জ্যোৎস্না রাতে ঘুম আসে না
জাগি চাঁদের সনে,

আমি তোমার মজনু ওগো
তুমি তাতো বুঝলে না
ফুলের গায়ে বিধঁলে কাঁটা
কষ্ট কেমন জানলে না,

সুখের কাব্যে দুঃখ থাকে
দুঃখের পদ্যে সুখ
চোখে আমার সদা ভাসে
তোমার সোনা মুখ,

পায়ে তোমার বিধঁলে কাঁটা
হৃদয় আমার হয় যে কাতর
সোনার বদন দেখলে কালো
কেঁন্দে উঠে মনের ভিতর,

কি যে কন্যা চাও গো তুমি
ঘোমটা খুলে বলো
রাখবো কন্যা মাথায় করে
আমার সাথে চলো ,

পক্ষী ডাকা সবুজ গাঁয়ে
রেঁধে বেড়ে সুখে
সুখে দুঃখে থাকবো পাশে
রাখবো তোমায় বুকে,

অবুঝ মনটা চাই যে আহা
একটু নরম ছোঁয়া
ফাগুন বনে ফুল ফুটিলে
বইবে শীতল হাওয়া ,

সোনার বরণ কন্যা ওরে
রূপা হাসে অঙ্গে
মেঘ-মালা বৃষ্টি হয়ে
ঝরব তোমার গাঙ্গে ,

চাইলে তোমায় এনে দেবো
সুপারনোভা তারা
মহাশূন্যে জ্বলছে হিরা
সবার নজর কারা ,

মানিক ছড়ির মানিক আমি
ওগো ফটিক ছড়ির ফুল
সোনার কানে পরিয়ে দেব
হিরক ছড়ির দুল ,

ফুলের গায়ে হুল্‌ ফুটাব
মুর্ছা যাব গায়
একটু যদি দাও গো হেসে
ভালবেসে সায়,

সোনার অঙ্গে সোনার যৌবন
রূপের বড়াই করো না
উজান দেশের কন্যা তুমি
জোয়ার-ভাটা বুঝো না ,

যৌবন জোয়ার পড়লে ভাটা
বুঝবে তখন বুঝবে
রিক্ত হৃদয় শিক্ত হবে
হারিয়ে তখন খুজবে ,

হেসে গেলে সারা জনম
আড়াল করলে মন
ফাঁকি দিলে ফাঁকি খেলে
ওরে বোকা মন,

প্রেম যে আমার নিখাদ সোনা
যাচাই করে দেখলে না
বুঝবে ওগো বুঝবে একদিন
আমি যখন থাকবো না ,

কাঁদবে তুমি বুক ভাসিয়ে
সমাধিতে পুস্প দিয়ে
হৃদয় আমার তৃপ্ত হবে
আঁখি জলে শিক্ত হয়ে ।



----------------------------------

সোর্স: http://prothom-aloblog.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।