আমাদের কথা খুঁজে নিন

   

বাবাই শুধুই তোমার জন্য লিখা

. আমার নাইবা হলো পারে যাওয়া...

বিশ্বের অনেক দেশেই আজ ঈদ উদযাপন হচ্ছে। আগামিকাল আমাদের দেশেও ঈদ পালিত হবে। ঈদ মানে খুশী। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর ঈদ উল ফিতর উদযাপিত হয়। এই মুহুর্তে ঘরে ঘরে কত আনন্দ।

মা এরা ব্যাস্ত হয়ে পড়েছেন সন্তান দের পছন্দনীয় খাবারের আয়োজন করতে। আমার কিছুই করতে ইচ্ছে হচ্ছেনা। কার জন্য করবো? চারটি বছর হতে চল্লো, আমি তোমায় দেখিনা। তোমার ছোয়া, তোমার দুষ্টুমি, তোমার আবদার সব যেনো আমার কাছে স্বপ্নের মত মনে হয়। আজ তুমি ঈদ পালন করছো।

বিকালে ফোনে যখন তোমার গলা শুনলাম, বেয়াড়া কান্নাটাকে কিছুতেই আটকাতে পারলাম না। যখন তুমি বললে-“ মা ঈদ মুবারাক। নামায পড়ে এসে সেমাই খেলাম “। কি এক অব্যাক্ত ব্যথা আমার কন্ঠনালী রোধ করে দিলো। অসহ্য কষ্টে আমার হৃদয় চুরমার হয়ে গেলো।

কিন্তু কি অবলিলায় আমি তোমার সাথে গল্প করে গেলাম। আমিও এখন রান্না ঘরে ঢুকবো, কিছু রান্না বান্না করবো। বাসায় মানুষ জন আসবে। কিন্তু কিছুতেই তোমার পছন্দের ফিরনি, আর গাজরের হালুয়া রান্না করতে পারবোনা। তুমি যাওয়ার পর থেকেই পারছিনা।

আমি জানি, এমন কষ্ট শুধু আমি করছিনা, আমার মতো লাখো মা আজ বুকে কষ্ট বেধে চলছেন। নয়ন সমুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছো যে ঠাই.................. বাবা আমার, মা তোমায় অনেক ভালবাসি। আমার ঈদ তোলা রইলো সেদিনের অপেক্ষায়...... যেদিন তুমি আসবে, তোমার জন্য আমি ফিরনি, গাজরের হালুয়া বানাবো। ঈদের নামায পড়ে এসেই তুমি আমায় সালাম করে জড়িয়ে ধরে বলবে-“ মা, আমার সালামি”............ সেদিনের পথ চেয়ে থাকলাম।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।