ফেসবুক আইডি:নাই
গত বিকেল থেকে ঘটছে ঘটনাটি। আমার প্রি-পেইড গ্রামীণ ফোন নাম্বারের আউটগোয়িং কল বন্ধ করে দেয়া হয়েছে। গত বিকেল থেকে এখন পর্যন্ত শুধু মাত্র রাত ১২টার দিকে মিনিট পাচেঁক এর জন্য আউটগোয়িং খোলা ছিলো।
আমি একাউন্ট রিচার্জ করেছি। একই জায়গায় বসে অন্য মোবাইল এবং গ্রামীণফোনের অন্য নাম্বার দিয়ে কল করে দেখেছি।
একই জায়গায় বসে অন্য গ্রামীণ নাম্বার দিয়ে ফোন যায়ও আসেও। কিন্তু আমারটায় শুধু আসে, যায় না। একাউন্ট ব্যালেন্সও চেক করা যায় না।
সেট থেকে সিম খুলে অন্য নাম্বারে লাগিয়ে দেখেছি। অবস্থার কোন পরিবর্তন নেই।
অন্য নাম্বার দিয়ে গ্রামীণ কাস্টমার কেয়ারে ফোন করেছি কয়েকবার। কিন্তু *** বাচ্চারা মিনিটের পর মিনিট কল ওয়েটিংয়ে রেখে দেয়। এইজন্য আবার পয়সা গুনতে হয় পাবলিকের।
গত ৭ বছরের ধরে এই নাম্বারটা ব্যবহার করছি। কখনো এমন সমস্যায় পড়িনি।
এই নাম্বারটায় ডিস্টার্ব হওয়ায় যোগাযোগ বন্ধ হয়ে গেছে। প্রচন্ড সমস্যায় পড়ে গেলাম
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।