আমাদের কথা খুঁজে নিন

   

সেহরী মিস এবং............



আজ দিনটা শুরু হলো অদ্ভুত ভাবে;ঘুম ভাঙ্গলো সকাল ৭ টায়,ঘড়ির দিকে তাকিয়ে তো চোখ ছানাবড়া হায় আল্লাহ ৭ টা বাজে সেহরী মিস খুব করুণভাবে পানির বোতলটার দিকে তাকিয়ে রইলাম যা হওয়ার তো হয়েছে,আর মন খারাপ করে কি হবে, রেডি হয়ে বেড়িয়ে পড়লাম অফিসের জন্য;বের হয়েই বুঝলাম খুব গরম,গতকালের weather forecast এ কিছুটা আভাস পেয়েছিলাম,এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি; ট্রেনে উঠতেই সুন্দর egg sandwich এর গন্ধ।কেউ হয়তো খাচ্ছে। যাক ৩ স্টপেজ পরে বসার একটা সিট পেলাম "আল্লাহ দয়াবান,তিনি এই বান্দার উপর সদয় হয়েছেন" ওমা একি আমার সামনে এক লোক দাড়িয়েছে ঠাণ্ডা কোক এর বোতল নিয়ে , মনে মনে বললাম "আরে ভাই এই ঠাণ্ডা বোতল নিয়ে দাড়াবি দাড়া কিন্তু আমার সামনে কেন???" যাই হোক অফিসে পৌঁছালাম ৯টায় আমার বাম পাশে বসে ইতালিয়ান কলিগ লুইজি। পিসি অন করতেই দেখি লুইজি আসলো হাতে iced coffee এর কাপ।আহারে গরমের দিনে iced coffee কফির কড়া গন্ধ কাপটা নাড়ে আর বরফের কড়কড় শব্দ হয় আরে সহকর্মী বরফের এই শব্দে আমার যে কি কষ্ট হচছে তা কি জানো। জরুরী কাজের request আসলো কাজ শুরু করলাম; ওমা এবার তো পিছনে ক্রেক ক্রেক আওয়াজ হয়,রাশিয়ান কলিগ এলিনা পটেটো চিপস খাচ্ছে। ইচ্ছা করে গলা ফাটায়ে বলি "এই আমি আজকে সেহরি মিস করেছি" ইয়া আল্লাহ রহম করো, না জানি লাঞ্চ টাইমে কি হবে। দুপুর ১২:৩০ ইতালিয়ান কলিগ লু্ইজি KFC এর চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই খায়। এটার ধাক্কা হজম না করতেই পাশের ভারতীয় কলিগ উষা চিকেন বিরিয়ানী গরম করে আনল; আমার দিকে তাকিয়ে বলল "Hey you want to try biriyani?I made it yesterday,its so good,you will like it" আমি:"No thanks I am fasting" এটা শুনে ইতালিয়ান কলিগ লুইজি বলল"Try some fries,I know you guys can have juice and potatoes during fasting" আমি :"Oh no! you got it wrong,in our religion we can't even have a drop of water" রাগ আরও বেড়ে গেল, খাচ্ছিস খা আবার আমাকে সাধলি কেন? আহারে এই রোজার এক মাস যদি নাকের ঘ্রাণশক্তি কমে যেত;এসব খাবার দাবারের অত্যাচার থেকে রেহাই নিয়ে বাইরে গি্যে একটু হেঁটে আসব তার ও উপায় নাই,একটা আর্জেন্ট কাজের আছে। কি আর করা মনের দুখ সামুর কাছেই প্রকাশ করলাম সেহরি মিসের পরে কারও যেন এই ঘটনা না হয়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.