গতকাল সংসদের চলতি অধিবেশনে যথারীতি প্রশ্নত্তোর পর্বে আলোচনায় প্রধানমন্ত্রি আবার জনগণকে জ্ঞানদানের উদ্দেশে স্মরণ করিয়ে দিতে চাইলেন সংবিধান অনুযায়ি রাষ্ট্রের সকল সম্পদের মালিক জনগণ। এটি আবার লেখা আছে ৭ অনুচ্ছেদে। এরই ২ দিনই আগে যারা হরতাল পালন করেছে তারা বলতে চেয়েছিল জনগণের মালিকানার কথা। কিন্তু তাদের কথায় তেমন পাত্তা দেয় এমন কেউ এদেশে আছে এটি ভাবাও দুষ্কর মনে হয়েছে রাজনৈতিক চালবাজির কারণে। মাত্র কয়েক দিনে আগে গভীর সমুদ্র বক্ষে ৩টি গ্যাসক্ষেত্র ইজারা দেওয়ার কথা সংবাদ মাধ্যমে জানা গেছে। জনগণের এই সম্পদের কথা জনগণ কতটা জানতে পারলো? আসলে সংবিধানে কি লেখা আছে আর আমাদের প্রধানমন্ত্রি কি বলতে চান কিতাবি ভাষায় তা ভেবে দেখাও সময় নষ্ট ছাড়া অন্য কিছু মনে হয় না। এমন কি সংসদীয় গণতান্ত্রিক বাংলাদেশের সকল আলোচনা সংসদে উপস্থাপন হবার পরই কেবল সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বৈকি? কিন্তু কয়জন সাংসদ তেল গ্যাস ইজারার বিষয়ে জানেন তাও ভেবে দেখা যেতে পারে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।