মুক্ত কর ভয়/ আপনা মাঝে শক্তি ধর/ নিজেরে কর জয়।
এই পোস্টখানা একটা ধইন্যামূলক পোস্ট!! একই সাথে একখানা দু:খপ্রকাশমূলক পোস্টও বটে!!!
আমার নাকি বর্ষপূর্তি হইয়াছে!! সবাই বছর ঘুরলে কত সুন্দর সুন্দর পোস্ট করে, আর আমার পোস্ট করার উপায় নাই। বাসায় আছি, মোবাইল দিয়া ব্লগে ঢুকা যায় না!! কয়দিন ট্রাই কইরা টায়ার্ড হইয়া গেছি!! এখন আপাতত সাইবার ক্যাফেতে। আসছি কাজে, এইফাঁকে ব্লগে ঢুইকা দেখি দেখায় "১ বছর ৩ দিন"!!
সক্কলে ভালা থাইকেন। আর, যারা যারা আমার ব্লগে আসেন/ আসেন না, যারা আমার লেখা(এইগুলা লেখা কিনা যথেষ্ট সন্দেহ আছে!!) পছন্দ করেন/ করেন না সবাইকে ধইন্যা।
ভালা থাইকেন। নেট পাইলে সবাইরে ধইন্যা দিব, যারা যারা এইখানে আমারে অভিনন্দন জানাইবেন!!!
তয়, একটা স্পেশাল ধইন্যা পাবে অকথনকথনপটিয়সশ -এর সম্পাদক হিমালয়৭৭৭ । আমার লেখায় প্রথম মন্তব্যের জন্য। যদিও আমার প্রথম পোস্টটায় এখনো কোন মন্তব্য নাই!! এই শোক আমি কখনো ভুলতে পারি না। আফসুস।
যাদের নাম না নিলে অন্যায় হবে.. আমার কবিতা শিক্ষিকা তনুজা দি, আমার ব্লগ পিতা শূণ্য ভাইয়া, গণ আপা নুশেরা পু, আমার মিতা সব্যসাচী দা, একই ঘটনার পুনরাবৃত্তি সিজার ভাই, ২ সদস্যের লঞ্জাই প্লাসাই কমিটির ২য় সদস্য হামা ভাই, বিলাই শাওন ভাই, ফাঁকিবাজ চাঙ্কু, নব্য আঁতেল এপু দি, সম্পাদক হিমেল, চাচাজি পাক্না জয়, স্কাউট প্রতিনিধি কাউয়া ভাই, রান্নাবান্না কাঁকন দি, ভার্সিটি দোস্ত সুজি, শুভ, পিচ্চি নীল, মাঐ বরুণা দি, মাস্টার মশাই.. প্রথম থেকেই তাদের সাথে সম্পর্ক হয়েছিল বলেই হয়ত আমার এতদিন ব্লগিং। তাদের ধইন্যা দিমু না!! শর্ট পরব!!
এনারা ছাড়াও সাজি আপু, ছন্ন ভাইয়া, মেহরাব ভাইয়া, ম্যাভেরিক ভাইয়া, ভাঙা পেন্সিল, আমড়া, নাহিন আপু, সাদাত ভাইয়া, অনন্ত ভাইয়া, মেহবুবা আপু, বড় বিলাই আপু, শুভ্র ভাইয়া.. সবাইকে অসংখ্য ধন্যবাদ।
চিটি আপুকে অনেক আগে বলেছিলাম একটা রেসিপির কথা, উনি মনে করে সময় নিয়ে দিয়েছেন একটা রেসিপিমূলক পোস্ট। কথা রেখেছেন। তার জন্যে বিশেষ একটা ধইন্যা আপুকে।
আর, সবশেষে মনে হয় মডুদের একটা ধইন্যা দেওয়া উচিত।
আপডেট:
১. সকল কাজের কাজি অপ্সরা আপু'র নাম না নেয়ায় উনি চেইতা আমারে কয়, উনার বর্ষপূর্তির পুস্টু থেইকা বাদ দিব!! তাড়াতাড়ি এডিট!!!
২. আর, রোবট আংকেল আবার থ্রেট দেয়.. উনার নাম না থাকায় উনি লগাউট কর্বেন!! ভালাহৈছে.. লগাউট কর্লে আম্রা এক্টু শান্তিতে "লুলক" হইতাম পার্মু..
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।