আমি বাংলাদেশের দালাল|
সমস্যা হইলো আমি কিছুতেই একটা বিষয় ক্লিয়ার করতে পারতেছি না। বিষয়টা হলোঃ অফিসে আমি আর আমার ২ কলিগ (ইন্ডিয়ান) বসে বসে মাছি মারছি। সেমি বস, বস, বসের বস - কেউ ই আসে নাই। (আসবে কেমনে আজকে তো হলি ডে এখানে। ) সামুর গোষ্টি - তোর বাড়িতে গিয়া কিন্তু হরতাল কইরা আসুম যদি বারে বারে এমন অটো সেভ হয় নাই মেসেজ দেখাস।
তো আমার কলিগরা সি বিচে গিয়া ছবি উঠাইছে আর ভিডিও করছে তা ইউটিউবে আপলোড দিতাছে। আমি তাদের সাথে যাই নাই, কড়া রোদ পড়ছে বলে। ওহ একটা কথা তো বলাই হয় নাই। আমাদের অফিস শিফট হইছে নতুন জায়গাতে। এখানে অফিস থেকে ২ মিনিট হেটে ওয়ার্কশপের দিকে গিয়ে তাকালে বিস্তীর্ণ নীল জলরাশি ভাসে চোখে।
কিছু স্পিড বোট আর লাইটার জাহাজ নীল সমুদ্রে ফেনা তুলে পানি ছিটিয়ে ছুটছে বড় বড় জাহাজগুলিকে নিয়ে এসে বিভিন্ন শীপ ইয়ার্ডে দেয়ার জন্য। আর একটু দুরে সারি সারি জাহাজ নোঙর করা বড়, ছোট, মাঝারি জাহাজ। কিছু জাহাজ চলাচল করছে তাও দেখা যায়। আর একপাশে জুড়ং আইল্যান্ড, তার একটু দুরে বাটাম আইল্যান্ড ও দেখা যায়। এমন একটা মন মাতানো পরিবেশ দেখলেই মনটা ভালো হয়ে যায়।
আসল কথাই ভুলে গেছি। যে সিদ্ধান্ত চেয়ে এই পোষ্ট। আচ্ছা ভাইজানেরা বলে তো, আমি কি আজকে কোন পোষ্ট দেব কিনা। আমি বোঝতে পারছি না দেব কিনা, দেয়া ঠিক হবে কিনা, দেয়া উচিত কিনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।