আমার ব্যক্তিগত ব্লগ
শাফিনকে বাসায় বিড়াল দেখানোর চেষ্টা করেছি আগেও, কিন্তু ও ঠিক খেয়াল করেনি। ৮ মাস বয়সে প্রথম ওরা (বিড়াল আর শাফিন) একজন আরেকজনকে দেখল। ডাইনিং রুমে শাফিন ওর ওয়াকার চালিয়ে ঢুকল, আর বিড়াল মৃদু পায়ে রান্না ঘরের দিকে যাচ্ছিল। দুজনেই দুজনকে দেখে থমকে দাড়াল। কয়েক সেকেন্ডের জন্য।
শাফিন প্রথমে নড়ে উঠল। ওয়াকার নিয়ে ছুটে গেল বিড়ালে দিকে (হয়তো আরো ভালোভাবে দেখার জন্য)। বিড়াল উলটো দিকে ছুটে পালালো (না হলে নির্ঘাত ওয়াকারের চাকার নিচে পড়ত)। এখনও বিড়াল দেখলেই ছুটে যায়। বিড়াল প্রথম দিকে পালাতো।
এরপর চুপচাপ বসে থাকত। একবার দেখলাম নিজেই ওয়াকারের বর্ডারের উপর দাড়ালো আর শাফিন হাতের নাগালে পেয়ে পিঠে হাত বুলিয়ে দিল (ভয় পাবেন না সামহোয়্যার আউট, ওর হাত এরপর আমি ধুয়ে দিয়েছি)। বিড়াল আদর পেয়ে লেজ উচু করে ফেলল। বুঝলাম দুজনের মধ্যে সমঝোতা হয়ে গেছে। এখন শাফিন বিড়াল দেখলেই আ আ করে ডাকতে থাকে।
ডাক শুনে বিড়াল একবার চলেও এসেছিল। তবে সাধারনত: সরে যায়, আর শাফিন যতদুর সম্ভব পিছেপিছে ঘুরে আর আজব প্রানীটার কান্ডকারখানা দেখে। নাগালে পেলে ধরার চেষ্টা করে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।