বস্তুত চাওয়ার মাঝে কোনো পার্থক্য ছিল না। রাতের কণায়
মিশে থাকা চাঁদও জেনে গিয়েছিল আমাদের মনের কথা।
সাহারার তপ্ততায় দাঁড়িয়ে আমরা জেনে নিয়েছিলাম মন
প্রতি সুদের হার, চক্রবৃদ্ধি সূত্রে লভ্যাংশ আর মনোতান্ত্রিক
মুনাফার কথা । এটা ও জেনেছিলাম , লোকসান হলে ঠিক
কিভাবে পুষিয়ে নিতে হয় বিরহপ্রভাত। মুখোমুখি মধ্যাহ্নে
কতোটা কাছাকাছি এলে নদীও চিনে নিতে পারে স্রোতস্বজন।
উপেক্ষিত উজানকে ভালোবাসার প্রবণতা আমাদের দুজনের
মাঝেই ছিল প্রবল।এবং আমরা দুজনেই শীতের শিল্পায়ন
চেয়ে চিঠি লিখেছিলাম মাঘের মহিমার কাছে। কারণ কাঁপনের
বিভায় একদিন কেবলই তুলে নেবো সর্বোচ্চ আমানত এমন
একটা প্রত্যয় ও ছিল সেই রাতের নেপথ্যে বিন্দু মেঘের মতো।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।