আমাদের কথা খুঁজে নিন

   

ওয়াল্ট ডিজনি আর মার্ভেল কমিক্স এক হয়ে যাচ্ছে

এই ব্লগে জামাত-শিবির শুয়োরের বাচ্চারা ভুলেও নাক ডুবানোর চেষ্টা করবি না
স্নো হোয়াইট বিয়ে করতে যাচ্ছে ইনক্রেডিবল হাল্ককে! স্নো হোয়াইট এবং ইনক্রেডিবল্ হাল্কের বিয়ে! ওয়াল্ট ডিজনি প্রোডাকশন প্রায় ২.৭ বিলিয়ন ইউরো দিয়ে কিনে নিতে যাচ্ছে মার্ভেল কমিক্স। এর অর্থ হল ইনক্রেডিবল্ হাল্ক, স্পাইডার ম্যান সব কিছু চলে আসছে ডিজনি প্রোডাকশনের আওতায়। পিটার প্যানের ছোট্ট পরি টিংকার বেল বসে বসে গল্প করছে ইনক্রেডিবল্ হাল্কের সঙ্গে, আর রাগে জ্বলছে স্নো হোয়াইট - কল্পনা করা যায়? গত মাসে ডিজনি জানিয়েছে গত কয়েক মাস ধরে তাদের ব্যবসায় তেমন লাভ হচ্ছে না। এর জন্য চাই পরিবর্তন, চাই কিছু শক্তিশালী পুরুষ। মিড টাউন কমিক্সের জেরী গ্লাডস্টোন জানান, কমিক্স বইগুলো ইদানিং হট কেকের মত ব্যবসা করছে।

হলিউড ঝুঁকে পড়েছে কমিক্স বইগুলোকে বাস্তবে রূপ দিতে এবং দেখা যাচ্ছে প্রায় প্রতিটি হলিউড স্টুডিও বেশ মনোযোগের সাথে কমিক্সগুলো খুটিয়ে খুটিয়ে পড়ছে, দেখছে এবং শুধু কমিক্সেই তারা থেমে থাকছে না। যদি ডিজনি মার্ভেল কমিক্স কিনে নেয় তাহলে তা হবে এ পর্যন্ত সবচেয়ে বড় অর্থ বিনিয়োগ। এর আগে ডিজনি পিক্সার এ্যানিমেশন কিনে নিয়েছে, যার সঙ্গে এসেছে টয় স্টোরি ফ্রেম। কিন্তু মার্ভেল কমিক্সের সংগ্রহে রয়েছে আরো অনেক বেশি গল্প এবং চরিত্র। তবে ডিজনির মূল লক্ষ্য হল ছবিতে আরো বেশি করে শক্তিশালী পুরুষদের নিয়ে আসা।

স্নো হোয়াইট, সিন্ডেরেলাদের এবার বিশ্রাম নেয়ার পালা। অনেকগুলো ব্লকবাস্টার তারা উপহার দিয়েছে। এবার দেখা যাক স্পাইডার ম্যান বা ইনক্রেডিবল্ হাল্ক তাদের হুংকার-ঝংকারে সিনেমা হলে পুরুষদের টানতে পারে কিনা। তথ্যসূত্রঃ
 


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।