আমাদের কথা খুঁজে নিন

   

আনব্যান ডিজিটাল ব্য়াতি

...চিরদিন কাহারো সমান নাহি যায় .... আজ যে বড়লোক কাল সে ভিক্ষা চায়............

যারা খুব শ্লীল, তারা অশ্লীল গালি দিয়ে যে প্রশংসা পায় সেটাও শ্লীল। আর কেউ "ডিজিটাল ব্য়াতি উলঙ্গ বাবা পিনিক চাঁন ব্যভিচারী" নিক নিলে বিরাট অশ্লিলতা হয়ে গেলো !!! এখানে অশ্লিলতা-ভদ্রতা সবকিছুর সংজ্ঞা বদলে গেছে। একদিনের জন্য ব্যনড ছিল না এই নিকটা, আর সবসময় ব্যনড ! এই একদিন প্রথম পৃষ্ঠাতেও তার লেখা আসলো, তখন নিক নিয়ে কেউ মাথা ঘামালো না ! ওর লেখা প্রশংসাও পেলো অনেক। আমি বলছি যে ওকে এভাবে ব্যান করার কোনো মানে নেই। সম্পূর্ণ মজা করার জন্যই ব্লগে আসা ওর আর ওর লেখাগুলোও তাই বুঝায়। বাকি ব্লগাররাও আপনাদের মন্তব্য দিন। যাই হোক, কর্তৃপক্ষের কাছে আবেদন থাকবে ওকে যত তাড়াতাড়ি সম্ভব আনব্যান করার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.