আমাদের কথা খুঁজে নিন

   

এইখানে লেখা যে, এতো শক্ত কাজ, আগে বুঝিনি।



ব্লগে রেজিস্ট্রেশন করেই মনে হয়েছিল অনেএএএএক কিছু লিখবো। মাথায় এতো রঙ-বেরঙের আইডিয়া নিয়ে ঘুরি, সেগুলো লিখে প্রকাশ করা কি আর এমন কঠিন হবে? কি-বোর্ড এ হাত দিলেই তো বের হয়ে আসবে লেখা। কি যে মনে হলো, কালকে রেজিস্ট্রেশন করে অন্যদের ব্লগে একটু ঘুরে দেখলাম। আর সেটাই হলো কাল। আমার আকাশচুম্বি আত্মবিশ্বাস যেন কোথায় কর্পুরের মতো উবে গেল..... দুইটা কারনে মাথাটা খারাপ হয়ে গেল এক) সিংহভাগ ব্লগারের চিন্তাভাবনা আমার থেকে অনেক ম্যাচিউরড দুই) অল্প কিছু খারাপ লেখা যা দেখলাম, সেগুলোকে ব্লগাররা এমন ভাবে পঁচিয়েছেন, যে ভয়ে আমার আত্মা শুকিয়ে গেছে। একটাই ভয়, আমার লেখগুলো কতই না গালি খাবে। শেষমেষ ভয় কাটিয়ে কোনোমতে এতটুকু লিখলাম, আপনাদের কাছ থেকে ভরসা পেলে আরও লিখবো আশা করি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।