কবি নয় অ-কবি অনেক দিনের পড়ে আসি ফিরে আবার পুরনো সে নদী তীরে। অস্থির মনের যত আকুলিবিকুলি সব এইখানে এলে মনে পড়ে, মনে পড়ে কত ভালোবাসা শিখেছি তোমার হাত ধরে ধরে। কেউ না জানুক তুমি-আমি জানি আরও জানে এই বেলাভূমি - তোমার জন্য আমি ছিলাম একদা, ছিলে আমার জন্য তুমি। অনেক দিনের পড়ে আসি ফিরে আবার পুরনো সে নদী তীরে। বাঁধন ভেঙ্গে কত বাঁধন গড়েছি এথা, স্বপ্ন এঁকেছি চেতনার অক্ষরে; মনে পড়ে যায় বুকের ভালোবাসা কত এইখানে দিয়েছি উজাড় করে। কোনো কিছুই মনে পড়ে না’তো আর যখনই মনে পড়ে নেই তুমি, তুমিহীনা এই ধু-ধু নির্জনতায় একা শুধুই বেদনা কুড়াই আমি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।