আমাদের কথা খুঁজে নিন

   

এইখানে আকাশ নীল

মৌণ শব্দগুলো বীভৎস হৃষ্টতায় আপ্তমনের সাথে আপ্ততা করেছে...

শীতকে মাথায় রেখে
আমি বললাম, পাহাড়ে চল।
সারি সারি সেগুন গাছ
ঝিঁঝিঁর ডাক
ছোট্ট একটা পাহাড়ী নদী
আবছা আবছা কুয়াশা
নীলাচলের নীল ভুবন। ।

তুমি বললে, না,
সমুদ্রে।
উঁচু নীচু ঢেউ
হিম হিম হাওয়ার গান
পরিযায়ী পাখির ডানা ঝাপটানো সুর
অস্তাচলের নম্র আভা
নীলাম্বুর নীল জল।



তুমি আমি, আমি তুমি
মিলে মিশে স্বপ্ন বুনি
নীলাভ্রে রথে চড়ে
নীলাচল ছুঁয়ে নীলাম্বুরে নামি। ।

সেই সন্ধ্যে সন্ধ্যে বোনা স্বপ্নজাল
নীলাম্বরীর আঁচলে গুঁজে
তুমি বাড়ি গেলে
কিছুদিন পর ফিরে এলে
তবে
চোখে নীলিকা চেপে। ।



চুপচাপ সুতোয় ভর করে
আড়াল হলাম আমি
দূর হতে শুনি
আমার স্বপ্নের নীহারিকাকুঞ্জে
ঘুঙুর বাজে
আমি তখন চোখে ঠুলী পরে
নীলাম্বরের পানে চেয়ে থাকি!!

০২০২১৪

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।