আমাদের কথা খুঁজে নিন

   

হিংসায় জ্বলিতেছি গো .... জাইদি হইতে মঞ্চায়

© লেখকের অনুমতি ব্যতীত এই ব্লগের কোন লেখা সম্পূর্ণ বা আংশিকরূপে কোথাও প্রকাশ করা যাবে না।
জুতা মারা শিখতে চাই । চলেন হিসাব কইষা দেখি জুতা মারিলে কি কি পাইতে পারি ? ১) আলিশান বাড়ি । ২) বিলাস বহুল গাড়ি । ৩) কোটি ডলারে ব্যাংক ব্যালান্স ভারি ।

৪) মেয়ের বাবাদের হুড়োহুড়ি । ৫ ) হবু জামাই বানাইতে কাড়াকাড়ি । (অহেতুক কোন মাইয়ার পিছে আর ঘুরতে হইবোনা। মাইয়ার বাপই আমার পিছে ঘুরবো । ) ৬) পিছে পিছে নারী ।

৭) ইন্টারভিউ ছাড়া চাকরী । ৮ ) মিডিয়াতে বাড়াবাড়ি । ৯) রাতারাতি খ্যাতি । ১০) জ্বলিবে উজ্জল জীবনের বাতি । সাংবাদিক জইদির কথা মনে আছে তো ? বুশরে জুতা মারিয়া যিনি বিশ্ব দরবারের হুশ ফিরাইয়া বিখ্যাত।

বুশরে কুকুর আখ্যা দিয়ে এই নে তোর বিদায়ী চুম্বন বলিয়া যিনি নিজের জুতা জোড়া ছুঁড়িয়া মারিয়াছেন । সবকিছু ঠিক থাকলে তিনি আগামী সোমবার মুক্তি পেতে পারেন । তার মুক্তি উপলক্ষে মেয়ের জামাই বানাইতে রীতিমতো প্রতিযোগিতা লাগিয়াছে । পুরষ্কারের বন্যায় তিনি ভাসিয়া যাইতেছেন । তাহা দেখিয়া হিংসায় জ্বলিয়া পুড়িয়া মরিতেছি ।

রক্ত গরম হইয়া রহিয়াছে । সাংবাদিক জাইদি হইতে মঞ্চায় । জাইদির মতো জুতা লক্ষ্যভ্রষ্ট হওয়া চলিবেনা । ডাইরেক্ট লাগাইতে হইবে । তাহলে আরো বেশী পাইবার সম্ভাবনা রহিয়াছে ।

কাহারে জুতা জোড়া ছুঁড়িয়া মারা যায় , সেই চিন্তায় আমার ঘুম নাই নাই নাই । বিস্তারিত জানতে দেখুন
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।