আমাদের কথা খুঁজে নিন

   

হিংসায় জ্বলে যাচ্ছি!!!!

হরবর করে কথা বলি, মনে যা আসে, পরে ভাবি কেন বললাম . . .

আজ দুপুরের মেন্যু ছিল - সর্ষে ইলিশ, বরবটি ভর্তা, চিংড়িভর্তা, কলাপাতা মোড়া ইলিশ পাতুড়ি, চিংড়ি চড়চড়ি, ঝালঝাল গরু ভুনা, বাসমতির ভাত, নারকেল দিয়ে বাইনমাছ ভুনা, ঘনডাল, শুকনামরিচ ডলে লাললাল আলু ভর্তা, দু'পদের আচার। আম্মার বড়জামাই-এর ভর্তা-ভুনার দাওয়াত আজ। চেয়েই নিছেন উনি এই দাওয়াত। বলেছেন, পোলাও-কোরমা না থাকলেই আসবেন!!!! কাজ করলাম আর হিংসায় জ্বলে পুড়ে যেরবার। হিংসা করছি বোনজামাইকে, ব্যাটার ভাগ্যকে!!!(খাইয়ালামু) আর আমার জামাইটার জন্য আফসোস!!!(আম্মাআআ) কারন আম্মা মোটামুটি সুস্হ আছেন বলেই ভাইয়ার আবদার রক্ষা হচ্ছে। আমার জামাইটার এমন কপাল থাকবে তো!!!! আম্মার চোখে ছানি আসছে, অপরেশন করা হবে কিছুদিন পর, নানান অজুহাতে উনি পেছাছেন। দোয়া করছি সারাক্ষন, মা-বাবা সুস্হ থাকুন, আমার আর কিচ্ছু চাই না।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।