আমাদের কথা খুঁজে নিন

   

সালমান খান [ টাইম'র প্রভাবশালী বাংলাদেশি ]

বিশ্বখ্যাত টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে আসা কোনো বাংলাদেশি তরুণের কথা মনে করতে হলে প্রথমেই আসে সালমানের কথা। পেশায় শিক্ষক এই তরুণের সাফল্যের পেছনের গল্পটাও খুব সাধারণ। অসম্ভব মেধাবী এই বাংলাদেশি তরুণ বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় নাম লেখান। বাংলাদেশি বংশোদ্ভূত এই তরুণের পুরো নাম সালমান খান। মার্কিন শিক্ষক সালমান নিজের কাজের মাধ্যমে গোটা বিশ্বকে পাল্টে দেওয়ার স্বপ্ন দেখতেন ছোটবেলা থেকেই।

তার ভেতরের অপার সম্ভাবনার জানান দিয়েছেন এই তালিকায় স্থান পেয়েই।

নিজের বাড়িতে একটি ছোট্ট অফিসে বসেই শিক্ষার বিভিন্ন জটিল বিষয় খুব সহজবোধ্য করে ভিডিওর মাধ্যমে তুলে ধরেন সালমান খান। বিশেষ করে গণিত ও বিজ্ঞানের বিভিন্ন জটিল বিষয়কে তিনি সহজ করে পেঁৗছে দেন শিক্ষার্থীসহ সাধারণের কাছে। খান একাডেমী নামের একটি প্রতিষ্ঠানও স্থাপন করেছেন সালমান। প্রাতিষ্ঠানিক বিভিন্ন বিষয়ে তিন হাজারেরও বেশি ভিডিও চিত্র নির্মাণ করেছেন তিনি।

ইউটিউবে খান একাডেমী চ্যানেল চালু করার পার বহু শিক্ষার্থী তার সাইটে লগইন হয়েছেন। বর্তমানে তার একাডেমির গ্রাহক সংখ্যা তিন লাখেরও বেশি।

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্সে জন্মগ্রহণ করেন সালমান। তার মা ভারতের কলকাতা থেকে আর বাবা বাংলাদেশের বরিশাল থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে স্থায়ী হন। ১৪ বছর বয়সে বাবাকে হারান সালমান।

শিক্ষাজীবনে তিনি ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে গণিত, তড়িৎ প্রকৌশল ও কম্পিউটার সায়েন্সে আলাদাভাবে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তড়িৎ প্রকৌশলে তিনি স্নাতকোত্তর করার পর হার্ভার্ড বিজনেস স্কুল থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

টাইম ম্যাগাজিনের বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় ইন্টারনেট ও সোস্যাল মিডিয়াকে প্রাধান্য দেওয়া হলেও এতে রাজনীতিক, অভিনয় শিল্পী, ক্রীড়াবিদ, সাহিত্যিক, সংগীতশিল্পী, বিজ্ঞানী ও ব্যবসায়ীদের সঙ্গে পাল্লা দিয়েই তাকে নাম লেখাতে হয়েছে। টাইম ম্যাগাজিন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, নিজের কাজের মাধ্যমে যারা বিশ্বকে পাল্টে দেওয়ার ক্ষমতা রাখেন, তাদেরই একজন এই সম্ভাবনাময় তরুণ। তার প্রতিষ্ঠিত খান একাডেমী এখনো দূরশিক্ষণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.