প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।
ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।
তোমাকে ভালোবাসার সূত্র শেখানো ছাড়া আমি আর কিছু জানিনা
শাফিক আফতাব...............................
তোমার এত ভুল___ কী করে আমি এ গুলোকে ফুল করে ফোটাবো।
তুমি এতই পাষাণ ___ কী করে আমি ঝরাবো অমিয় জলধারা।
তুমি এত কঠিন___বাতাসের মতোন তুমি কী করে হালকা হবে।
তুমি এতই দুর্বোধ্য__ তোমার পাঠকে কী করে সহজ করে তুলবো
আমি তো গণিতের ছাত্র নই__ অধ্যাপকও__ পানির মতোন সোজা করে তুলবো
জীবনের সূত্রসকল।
আমি এক অবোধ প্রেমিক__ তোমাকে ভালোবাসার সূত্র শেখানো ছাড়া
আমি আর কিছু জানিনা।
তবে জানি__ তোমাকে শুধু ফ্যাল ফ্যাল তাকাতে পারি
তোমার নির্দেশে সকালের কাঁচা বাজার করতে পারি
আর পারি তোমার সাথে শপিং মলে যেতে
আর পারি রাত্রির আঁধারে নন্দনতত্ত্বে সূত্র শেখাতে তোমাকে
আর কিছুই পারিনা__ শুধু তোমার গোসা ভেঙে তোমাকে দু'লোকমা ভাত খাওয়াতে পারি
আর উপহার দিতে পারি মেধাবী মানবসন্তানের বীজ
যা দিয়ে সহজেই তুমি স্বর্ণগর্ভা মা হতে পারো।
আমার দ্বারা আর কিছুই সম্ভব নয় হে প্রিয়তমা........!!
তুমি আমাকে ক্ষমা করো__ আমি এই শহরে সুরম্য প্রাসাদ গড়াতে পারবো না।
৩১.০৮.২০১৩
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।