এ মানচিত্র জ্বলছে জ্বলুক এই দাবানল পোড়াক চোখ আমার কাছে দেশ মানে এক লোকের পাশে অন্য লোক........
তোমাকে খুঁজেছি জীবন
দেখেছি গভীরে নিজের ও অন্যের
সুখ আর দুঃখে জয় – পরাজয়ে
হিসেব মেলেনি
খুজেছি কেবলি মানে অর্থহীন অনর্থে
শব্দার্থের বোঝা বারিয়েছি কৃষ্ণচূড়ার পালকে
ভালোবাসা ও ঘৃনায় তোমাকে খুঁজেছি
কদমের ফুল খুলে খুলে দেখেছি
কী গোপন লুকিয়েছে গভীরে
তোমার জন্য জীবন খুজেছি ঈশ্বর
ধ্রুবর মত হয়েছি ব্যাকুল তার তরে
মেপেছি তোমার দৈর্ঘ্য প্রথম কান্নায়
আর খুজেছি তোমার বয়স কোষের কার্বনে
আজ আধেক জীবন পেরিয়ে বুঝেছি জীবন
তুমি কেবলি মায়া, শুধুই ভ্রম
তুমি আছ কেবল শৈশবের বেগুনী প্রজাপতি
আর কৈশরের রঙীন ঘুড়িতে
তারুণ্যের উচ্ছল প্রেম আর যৌবনের হিসেবি বেহিসেবে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।