ভেঙ্গে পড়ে সাবেকী বিশ্বাস,
শরীর বিদ্যার অ আ
-আবু মকসুদ
অ-
আলো পসারিনী চাইছি অল্পই
খুলনা গোপন পর্দা
শিখাব তোমাকে লবনের ভাষারীতি
আসো দু’জনেই খেলি জলডুব খেলা ।
আ-
একান্ত স্নানের ঘরে
শরীরের বাকল খুলে
তুমি বুঝি মাছ হও
আমি দুর্যোধনের অনুজ
গোপনে পুশে রাখি
লকলকে লালসা।
ই-
আপেলের বোঁটায় ঠোঁটের পরশ
শিরশিরে কাঁপন
সাপ খেলা সাঙ্গ হলে
নিজস্ব বাদল ঝরে।
ঈ-
বৃষ্টির চাবুকে ভিজে জবজব
শরীরে লেপ্টানো ভ্রাম্যমাণ রঙ
বিজ্ঞাপন পর্বের ফাঁকে নিধুবন
গভীর গিরিখাদে ব্যস্ত আঙুল
উ-
সংগোপনে বাস করে দুঃখিনী চাঁদ
বোহেমিয়ান জীবনে অভস্ত্য
বিদ্যুৎ বালিকাটি দেখে
হঠাৎ উদ্যত বর্শার ফলা।
ঊ
ছেলেবেলার বৈষ্ঠমীর আগমনি গানে
উপুর হয়ে শুয়ে থাকা
নাভিমালতীতে অযাচিত ইচ্ছার খেসারতে
একটা দুপুরের এভাবে নষ্ট হওয়া।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।