আমাদের কথা খুঁজে নিন

   

বিখ্যাত কবি পাবলো নেরুদা

আমার সম্পর্কে বলার মতো কিছু নেই।

বিখ্যাত কবি পাবলো নেরুদাঃ স্প্যানিশ ভাষার বিখ্যাত কবি। জন্ম ১৯০৪ খ্রিস্টাব্দের ১২ জুলাই চিলির পারাল নামক স্থানে। তার পুরো নাম রিকার্দো নেফতালি রেয়িসই বাসোয়ালতো। পাবলো নেরুদা তার ছদ্মনাম এবং এ নামেই তিনি সারা পৃথিবীতে পরিচিত।

অল্প বয়স তিনি থেকে কবিতা রচনা করে খ্যাতি লাভ করেন। ১৯২৭ সালে রেঙ্গুনে (বার্মা) চিলির বাণিজ্যদূত নিযুক্ত হন, পরের বছর সিংহলে বাণিজ্যদূতের দায়িত্বও পান। এ সময় তিনি কলকাতায় ভারতীয় জাতীয় মহাসভার অধিবেশনে যোগ দেন। তারপর বাটাভিয়া, জাভা, সিঙ্গাপুরে বাণিজ্যদূতের দায়িত্ব পান। স্বদেশে ফিরে গিয়ে আবার বুয়েন্স আয়ার্স, বার্সেলোনা ও মাদ্রিদে বাণিজ্যদূত হিসেবে কাজ করেন।

স্পেনের গৃহযুদ্ধের সময় ১৯৩৬-৩৭ সালে পারিতে ফ্রাঙ্কোর ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সংগঠন গড়ে তোলেন এবং নানা স্থানে বক্তৃতা দেন। কবি হিসেবে তিনি সমগ্র লাতিন আমেরিকা, ইউরোপ, এশিয়ার সর্বত্র অসাধারণ জনপ্রিয়তা অর্জন করেন। স্বদেশে ও বিদেশে সম্মানসূচক অনেক পদক ও পুরস্কার লাভ করেন। অবশেষে ১৯৭১ সালে সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হন। প্রায় সারাজীবন তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

চিলির প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বারবার সক্রিয় ভূমিকা গ্রহণ করেন। ১৯৪৭ সালে গণজালেসের পক্ষে নির্বাচনী প্রধান হিসেবে কাজ করেন। পরে গনজালেস প্রেসিডেন্ট হয়ে কবির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মিথ্যা মামলা করেন এবং নেরুদা গ্রেপ্তারি পরোয়ানা এড়াতে দেশত্যাগ করেন। তিন বছর পর গ্রেপ্তার-আদেশ প্রত্যাহার করা হলে তিনি দেশে ফেরেন। ১৯৬৯ সালে চিলির কমিউনিস্ট পার্টি নেরুদাকে প্রেসিডেন্ট পদে নির্বাচনের জন্য মনোনীত করে।

পরে সম্মিলিত বামফ্রন্ট সালভাদোর আলেন্দেকে সর্বসম্মত প্রার্থী হিসেবে মনোনীত করলে নিজের নাম প্রত্যাহার করে নেন নেরুদা। ১৯৭০ সালে আলেন্দে প্রেসিডেন্ট হিসেবে বিপুল ভোটে জয়ী হন। কিন্তু মার্কিন সরকার আরোপিত অর্থনৈতিক অবরোধ ও চক্রান্তের ফলে এবং সিআইএর সাহায্যে সামরিক অভ্যুত্থান ঘটলে আলেন্দে নিহত হন। এভাবে চিলির জনপ্রিয় সরকারের পতন ঘটে। চিলির হাজার হাজার মানুষের ওপর নেমে আসে অবর্ণনীয় অত্যাচার।

এর মাত্র ১২ দিন পর ১৯৭৩ সালের ২৩ সেপ্টেম্বর কবি মারা যান। নেরুদার প্রকাশিত ৬৫টি কাব্যগ্রন্থের মধ্যে কয়েকটি বইয়ের বাংলা নাম হলো- গোধূলিলগ্ন, ক্ষুদ্র মানুষের ঝুঁকি, মর্ত্যরে অধিবাসী ১ ও ২, তৃতীয় অধিবাসী, হে স্পেন আমার হৃদয়, স্তালিনগ্রাদের সঙ্গীত, মাচ্চু-পিচ্চুর শিখরে, মুক্তিযোদ্ধা, এই প্রান্তরের নাম হুয়ান, হে মহাসমুদ্র, আমি আছি, প্রজ্বলিত তরবারি, অনুর্বর ভূখ-, সমুদ্রের ঘণ্টাধ্বনি ইত্যাদি। এছাড়া তার আত্মজীবনী 'অনুস্মৃতি' একটি অসাধারণ বই। নেরুদা বিশ্বের বিবেকবান কবি, নির্যাতিত মানুষের কবি এবং সর্বোপরি একজন শ্রেষ্ঠ কবি হিসেবে সারাবিশ্বে পরিচিত।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.