আমি নতুন Blogger. Blogger.com এ আমার একটা free ব্লগ আছে। আমি খুলনা থাকি। কিছুদিন আগে Google Adsense থেকে আমি একটা check পেয়েছি। কিন্তু check পেয়ে যেন আরো ঝামেলায় পড়লাম। কারণ কোথায় যে এই check ভাংগাবো বুঝতে পারছি না।
অনেকের সাথে যোগাযোগ করেছি। But কেউই সঠিক সমাধাণ দিতে পারে নাই। কেউ বলে $৫০-৮০ Bank charge কাটে এবং ৩০-৪৫ দিন সময় নেয়। আবার কেউ বলে $২৫-৩০ Bank charge কাটে এবং ৩০-৪৫ দিন সময় একই। কোনটা যে সঠিক তাই বুঝতে পারছি না।
কেউ বলে BRAC Bank Adsense check ভাংগানোর জন্যে ভাল, আবার কেউ বলে ইসলামি Bank is best, আবার কেউ কেউ সরকারি Bank এ ভাংগাতে বলে। আমি খুলনা থাকি। তাই আমার জন্যে কোন Bank ভালো হবে, যে Bank chrage কাটবে কম এবং সময়ও কম নিবে? কেউ তার মূল্যবান সময় নষ্ট করে আমায় জানাবেন plsssss.
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।