বুড়ো বাবার জন্য ভয় হয়, বলছিল এক বন্ধু। তার ভয় তার ধর্মভীরু, সদা পায়জামা-পাঞ্জাবী পরিহিত বৃদ্ধ মুক্তিযোদ্ধা বাবাকে জামাতের লোক ভেবে কেউ আক্রমন অথবা অপমান না করে বসে...। জানি আমাদের যেইসব ভাইবোনেরা শাহবাগের আন্দোলনের সাথে যুক্ত তাদের বেশিরভাগের মানসিকতা এমন নয়। তারপরও আশা করবো শাহবাগ থেকে যেন বারবার এমন একটি নির্দেশনা দেয়া হয় যাতে করে ধর্মপ্রাণ কোন মানুষকে এই আন্দোলন আতংকিত করে না তোলে। এই আন্দোলনের সাথে ধর্মের কোন বিরোধ নেই। আমরা চাইবো সর্বস্তরের মানুষ যেন আমাদের এই জাগরণে সারা দেয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।