আমাদের কথা খুঁজে নিন

   

আমরা বাঙ্গালী ধর্মান্ধ না ধর্মভীরু।



উস্কানি মুলক লেখালেখির কারনে আমারদেশে বন্ধ করে সম্পাদক লাল দালানে। প্রথম আলো ফটোশপ দিয়া হিন্দু হাইলাইট করে সাম্প্রদায়ীক দাঙ্গাকে উস্কানির জন্য কি কোন বিচার হবে না? ছোট একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে - এই সাম্প্রদায়ীক দাঙ্গার কারনে লাভবান কে?

বি এন পি কিছু বললে বলে পাকিস্তান, আওয়ামিলীগ বললে বলে ইন্ডিয়া, আরে ভাই আমরা বাংলাদেশ, দেশের জন্য কি কোন দল নাই?

১৯৭১ সালের বাংলাদেশ আর এখন ২০১৪ সালের বাংলাদেশের জনগনের মধ্যে কি অনেক তফাত আছে না? স্বাধীনতার পর থেকে বংলাদেশের সব চাইতে বেশি ক্ষতি হইছে কার জন্য রাজনৈতিক/ অরথনৈতিক/ আমাদের কালচার/ চিন্তা চেতনার (ইন্টারন্যাশ্নালি)? মুক্তিযোদ্ধারা আমাদের স্বাধীনদেশ দিয়ে গেছেন। এবং একটা কথাও আছে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন।

এইবার আসেন মাইনোরিটি নিয়া, জামাতের এখন যা অবস্তা এই সময়ে আমার মনে হয় না ওরা এমন কিছু করবে জাতে তাদের আরও সমস্যায় পড়তে হয়। আমি জামাতের পক্ষ হইয়া বলতাছি না।

ওরা অনেক অরগানাইজড। সেইটা সবাই জানে। ওরা সময়ের জন্য অপেক্ষা করবে।

আমরা বাঙ্গালী ধর্মান্ধ না ধর্মভীরু। দুইটার মধ্যে অনেক তফাত।

জামাত নিষিদ্ধ করা সময়ের ব্যাপার না, ইচ্ছার ব্যাপার। চাইলেই করা যায় এবং হবে? কিন্তু বিদেশিদের কাছে জঙ্গি রাষ্ট্র বানিয়ে আমাদের দেশের জন্য কি সফলতা আসবে? রাজনৈতিক ফায়দা হয়ত কিছুদিনের জন্য হবে কিন্তু আমাদের ভবিষ্যৎ, আমাদের ছেলে মেয়ের ভবিষ্যৎ কি হবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.