আমাদের কথা খুঁজে নিন

   

আমরা আসলে কি ধর্মপরায়ণ নাকি শুধুই ধর্মভীরু



আমরা আসলে কি ধর্মপরায়ণ নাকি শুধুই ধর্মভীরু? মানে ধর্মকে শধু ভয়ই পাই কিন্তু জানার চেস্টা করিনা। কারো যদি ধর্ম নিয়ে কোন সংশয় থাকে তো যারা জানে তাদের উচিৎ বুঝিয়ে দেয়া। কিন্তু দেখা যায় হয়তো দুজনের মধ্যে কথা হচ্ছে একজন ধর্ম নিয়ে কিছু বললো আর অন্যজন তার প্রতিবাদ করতে গিয়ে তাঁকে একেবারে কাফের বানিয়ে ছাড়ে। গঠন মূলক কোন আলোচনই যেন করা যাবেনা। দেখা যায় একজন তখন হয়ে যায় মাওলানা সাহেব আরেকজন যেন ধর্ম বিরোধী। আমরা এতটাই অশিক্ষিত আর ধর্মান্ধ যে অসৎ রাজনীতি বিদের মুখে ধর্মের কথা আমরা বেদ বাক্যের মতো শুনি। রাজনীতিবিদ যখন ইসলামের কথা বলে কিংবা শুক্রবার ছুটির দিন করে, কিংবা বলে ইসলাম কে বাঁচাতে তাঁদের কে ভোটে দিতে হবে তখন আমরা একবারও ভাবিনা যে সেই রাজনীতিবিদ নিজে কিন্তু ধর্ম পালন করেনা! এমন কোন পাপ কাজ নেই যে করেনা অথচ তাদের মুখে ধর্মের কথায় আমরা ভয় পেয়ে যাই। কোনো প্রশ্ন করিনা পাছে লোকে ভাবে আমরা ধর্ম নিয়ে কোন সংশয় প্রকাশ করছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.