আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রলীগের দুই গ্রুপের কোন্দল



কুড়িগ্রামে ছাত্রলীগের দুই গ্রুপের কোন্দল কুড়িগ্রামে জেলা ছাত্রলীগের দুটি গ্রুপের মধ্যে সমঝোতার কারণে বিবাদমান দ্বন্দ্বের নিষ্পত্তি হয়েছে। সদর আসনের এমপি মো: জাফর আলী দুই গ্রুপকে নিয়ে জরুরি বৈঠক করে দ্বন্দ্ব মিটিয়ে দিয়েছেন। সংগঠনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের সভাপতি আনিছুর রহমান চাঁদ ও সাধারণ সম্পাদক আবদুল মোতালেবের নেতৃত্বে দুটি গ্রুপের মধ্যে সংঘর্ষে ৩ কর্মী আহত হয়। এ নিয়ে পাল্টা পাল্টি শক্তি প্রদর্শনের ঘটনা ও মুখোমুখি অবস্থানের কারণে গত কয়েকদিন ধরে দুটি গ্রুপের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছিল। বিভিন্ন পত্রিকায় এ সংক্রান্ত খবর প্রকাশের পর কলেজ মোড়স্থ সাধারণ পাঠাগারে এমপি জাফর আলী উভয় গ্রুপকে নিয়ে বৈঠকে বসেন। বৈঠকে তিনি বলেন, চাঁদাবাজি, সন্ত্রাস ও টেন্ডারবাজির সাথে কেউ জড়িত থাকলে তার স্থান ছাত্রলীগে হবেনা। পরে তার উপস্থিতিতে উভয় গ্রুপের সম্মতিতে মিনহাজুল ইসলাম আইয়ুবকে আহবায়ক করে কুড়িগ্রাম সরকারি কলেজ ও কাজী আনিছুল বারীকে আহবায়ক করে পলিটেকনিক ইনষ্টিটিউটে ছাত্রলীগের নতুন কমিটি গঠন করা হয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.