শরীরে শরীর নয়, ঠোঁটে ঠোঁট রাখাও নয়, মূহুর্তের ছোঁয়াও নয়, একটু দেখাতেই লিটার খানেক অগ্নিজলের ঘোর।
আমরা অনেক আশা নিয়ে আপনাদের দিকে তাকিয়ে ছিলাম।
আমাদের নতুন প্রজন্ম নির্বাচনী অংগীকার "যুদ্ধাপরাধীদের বিচার" বিষয়টিকে খুব গুরুত্ব দিয়েছিল। এখন লক্ষ্য করা যাচ্ছে কোন এক বিচিত্র কারনে আপনারা এ বিষয়টাকে পিছিয়ে দিচ্ছেন। অবস্থা দৃষ্টে মনে হ্য় এগুলো জরুরী:
১।
সরকারী সংগ্রহে (procurement) নিয়মকানুন শীথিল করা যাতে করে পছন্দের মানুষদের কাজ পাইয়ে দেয়া যায়।
২। উপজেলা পরিষদকে অকার্যকর করা যাতে করে দলীয় কর্তৃত্ব তৃণমূল পর্যায়ে বজায় থাকে।
৩। বর্হিবিশ্বের সাথে যোগাযোগ বৃদ্ধির নামে অন্যদেশকে করিডোর দেয়া।
৪। দেশের অস্তিত্বেকে হুমকিতে রেখে যাতে বিদেশীরা নির্বিঘ্নে বাঁধ নির্মান করতে পারে তা পাকাপোক্ত করা।
৫। বহুজাতিক কোম্পানীগুলো যাতে আমাদের সীমিত খনিজ সম্পদ নিয়ে যেতে পারে তার ব্যবস্থা করা।
৬।
আমাদের বন্দর গুলোকে যাতে অন্যেরা ব্যাবহার করতে পারে তা সুনিশ্চিত করা।
৭। আমাদের সীমান্তে আমাদের নাগরিকের ওপর যাতে অন্যেরা চাঁদমারী করতে পারে তার সুযোগ করে দেয়া।
৮। বিদেশী দুতেরা যাতে করে নির্ভয়ে আমাদেরকে যাচ্ছেতাই গালি দিতে পারে তাতে সহায়তা করা।
৯। সন্ত্রাসকে প্রাতিষ্ঠানিক রুপ দেয়া।
সব মানলাম। সবগুলো পদক্ষেপই যে দেশের স্বার্থের প্রতিকূলে তা আমরা ঘুনাক্ষরেও বলছিনা। সবই করুন, যেহেতু এগুলো অগ্রগন্য বিষয়।
কিন্তু যুদ্ধাপরাধীদের বিচার করার সময়টা বেঁধে দিতে পারবেননা এটা কেমন কথা?
Click This Link
Click This Link
আমাদের মনে আছে '৯৬র কথা। তখনও আপনারা বিচার করেন নি। এবার তাও আপনাদেরকে ভোট দিয়েছি ওদের বিচার করার জন্যে। কারন আমরা ভেবেছিলাম আপনারা নিজের নিরাপত্তাটা ভাল বুঝবেন।
গতবার বিচার না করার মাশুল আপনারা দিয়েছেন,শাহ কিবরিয়া, আইভী রহমান ও অনেক নেতা কর্মীকে হারিয়ে।
আপনাদের নেত্রী, বর্তমানে সরকার প্রধান, তাদেরই পরিকল্পিত ও নির্দেশিত হামলায় শ্রবনেন্দ্রিয় সংক্রান্ত জটিলতায় ভুগছেন।
আপনাদের দৈহিক নিরাপত্তার (physical security) জন্যেই বিচারটা আশু সম্পাদন করা প্রয়োজন।
আমাদের জন্য এটা আদর্শের লড়াই। আপনাদের জন্যে এটা অস্তিত্বের।
এই সহজ সত্যটা বুঝছেননা কেন আপনারা?
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।