আমাদের কথা খুঁজে নিন

   

নায়কেরাও মারা যায়...



মৃত্যুর সংবাদ কখনো প্রথমবারে বিশ্বাস হয় না। ৯৬ সালের কোনো এক শুক্রবারেও তার ব্যাতিক্রম হয়নি। বিকেলে দাঁড়িয়ে ছিলাম মহল্লার এক চায়ের দোকানের সামনে। হঠাৎ কেউ একজন বলল, নায়ক সালমান শাহ মারা গেছে। শুনে একটা ধাক্কা লাগলেও হেসে উড়িয়ে দিলাম, ধুর... এদেশের নায়কেরা মরে কখনো? বাংলা সিনেমার প্রতি খুব বেশি ভালোলাগা না থাকলেও সালমান শাহ'র প্রতি ভালোলাগা ছিল।

একটা সময় সত্যিকারভাবেই তার মৃত্যুর নিশ্চিত খবরটা পাওয়া গেল। তারপরের ইতিহাস তো সবারই কম বেশি জানা। কত অজানা পত্রিকা দেদারসে ব্যাবসা করেছে সালমান শাহ'র মৃত্যুর রহস্য বানিয়ে বানিয়ে লিখে। কতটা কাহিনীতে কাজ সালমান শাহ জীবিতভাবে করে গেছে, তারচে কয়েকশ গুন কাহিনীতে তার মৃত্যুর কাজ করতে হয়েছে। যে কাহিনীর শ্রেষ্ঠাংশে স্রোতের মতো ভেসে গেছে আজিজ মোহাম্মদ ভাই, সালমান শাহ'র স্ত্রী সামিরা, সিনেমার ভিলেন ডন আরো কত কত কুশিলব।

তার ইয়াত্তা নাই। কিন্তু ঐতিহ্যতো আর সহজে বদলায় না। এবারও বদলালো না। জানা গেল না সালমান শাহ'র মৃত্যুর আসল কারন। শুধু তার এসব কাজে লাগিয়ে ব্যাবসা করল কিছু নাম সর্বস্ব পত্রিকা, তার অসমাপ্ত ছবি আর লাইম লাইটে ওঠে এলো তার বিকল্প দাবিদার এবং তার মতো চেহারার কিছু মানুষ।

বেশ কয়েকদির ধরে সেই সুন্দর চেহারাটা উঠে আসছিল পত্রিকার পাতায়। বোঝা গেল তার মৃত্যুবার্ষিকী এগিয়ে আসছিল। আজ ৬ সেপ্টেম্বর তার মৃত্যুবাষির্কী। তাই এই দেখতে ভালোলাগা এই নায়ককে মনে করা আর কী...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.