আমাদের কথা খুঁজে নিন

   

ফিলিস্তিনের রেম্বো, কানে যাওয়ার প্রত্যাশী

সকল অন্ধকারের হোক অবসান

ফিলিস্তিনের সংগ্রামী সংগঠন হামাসকে পশ্চিমা বিশ্ব সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে। কিন্তু সাধারণ ফিলিস্তিনিদের কাছে তারা নায়ক। এবার তারা অর্থাৎ হামাস গ্রুপের প্রযোজনায় মুক্তি পেয়েছে চলচ্চিত্র, নাম: ইমাদ একেল (২০০৯)। প্রায় ১৬ বছর আগে ইসরাইলি বাহিনীর হাতে নিহত হওয়া একেল ছিলেন ফিলিস্তিনিদের প্রাণের নায়ক। তাঁর হামলার চোটে বুকে কাঁপন লাগতো ইসরাইলিদের।

তাই ২২ বছরের একেলকে হত্যা করে ইহুদি সেনারা। মাজেদ জেনদিয়া পরিচালিত চলচ্চিত্রটি পশ্চিমাদের কাছে ডি গ্রেডের সস্তা থ্রিলার অ্যাকশন ছবি হলেও ফিলিস্তিনি যুবাদের কাছে এ ছবি অনেক কিছু। এবং অবশ্যই অনুপ্রেরণা। এক ফিলিস্তিনি যুবক মন্তব্য করেছেন একেল তাদের রেম্বো। তাদের হিরো।

ছিবিটি কান চলচ্চিত্র উৎসবে দেখানো হবে এমনটাই স্বপ্ন দেখছে প্রজোযক এবং নির্মাতারা, যারা সকলেই হামাসের সদস্য। কে নায়ক আর কে খলনায়ক সে সাক্ষ্য ইতিহাসই দেবে; ইসরাইলিরা যতই একে প্রপাগান্ডা চলচ্চিত্র বলুক না কেন একেল ফিলিস্তিনিদের একিলিস, এতে কোনো সন্দেহ নেই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.